September 23, 2023, 6:35 pm
নারায়ণগঞ্জের খবরঃ ধলেশ্বরী নদী তীরে গড়ে ওঠা তেলের পাম্প ও ২১টি ইটভাটার বাঁশের পাইলিং উচ্ছেদ করেছে বিআইডব্লিউটিএ নারায়ণগঞ্জ নদী বন্দর কর্তৃপক্ষ। নারায়ণগঞ্জের ফতুল্লার বক্তাবলী ফেরীঘাট সংলগ্ন এলাকায় উচ্ছেদ অভিযানটি পরিচালিত হয়।
উচ্ছেদ করা হচ্ছে অবৈধ স্থাপনাবৃহস্পতিবার (২৬ নভেম্বর) বেলা ১১টা থেকে বেলা ৩টা পর্যন্ত বিআইডব্লিউটিএ’র নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাহবুব জামিলের নের্তৃত্বে অভিযানটি পরিচালিত হয়।
এসময় ধলেশ্বরী নদীর পশ্চিম তীরে নারায়ণগঞ্জের ফতুল্লার বক্তাবলী বাজার সংলগ্ন এলাকায় গড়ে ওঠা অবৈধ ডকইয়ার্ড ও ইটভাটার বাঁশের অবৈধ পাইলিংসহ ৩৫টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে বিআইডব্লিউটিএ’র নারায়ণগঞ্জ নদীবন্দর কর্তৃপক্ষ। এ সময় নদীর প্রায় ৩ একর জমি দখলমুক্ত করা হয়। এছাড়াও নদীর তীর ভরাট করে সেখানে নির্মিত বিপুল পরিমাণ ইট বিনষ্ট করে দেয় বিআইডব্লিউটিএ কর্তৃপক্ষ।
এ সময় উপস্থিত ছিলেন বিআইডব্লিউটিএ’র নারায়ণগঞ্জ নদী বন্দরের যুগ্ম-পরিচালক শেখ মাসুদ কামাল, সহকারী পরিচালক মো. নূর হোসেনসহ কর্মকর্তারা। এছাড়া পুলিশ, নৌ পুলিশ ও আনসার সদস্যরাও উপস্থিত ছিলেন।
Leave a Reply