বৃহস্পতিবার, ১৭ এপ্রিল ২০২৫, ০৯:২১ অপরাহ্ন
নারায়ণগঞ্জের খবর: নভেল করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও চারজন মারা গেছেন। শনিবার (২ মে ) দুপুরে জেলা সিভিল সার্জন কার্যালয়ের করোনা পরিস্থিতি স্বমন্বয়কারী কর্মকর্তা ডা. জাহিদুল ইসলাম এ তথ্য জানিয়েছেন।
তিনি জানান, জেলায় বিগত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ৬৪ জন। আর চারজনের মৃত্যুতে মোট সংখ্যা দাঁড়ালো ৪৬ জনে।
তিনি আরো জানান, জেলায় মোট আক্রান্তের সংখ্যা ১ হাজার ১ জন। এর মধ্যে সুস্থ হয়েছেন ৪২ জন। নারায়ণগঞ্জে কোভিড-১৯ রোগীদের জন্য নির্ধারিত ৩০০ শয্যার হাসপাতালের চিকিৎসক ও স্বাস্থ্যকর্মী মিলে ৪৫ জন আক্রান্ত হয়েছেন। এছাড়া জেলার ৪৪ জন পুলিশ আক্রান্ত হয়েছেন বলে জানিয়েছেন পুলিশ সুপার জায়েদুল আলম।
নারায়ণগঞ্জ শহরের শিল্পাঞ্চলে পোশাক কারখানা চালু করায় মানুষের চলাচল বেড়ে গেছে। সেনা, র্যাব, পুলিশসহ শহরে টহল জোরদার থাকলেও জনগণের চলাচল রোধ করা যাচ্ছে না।
Leave a Reply