নারায়ণগঞ্জের খবরঃ
কোটা সংস্কারের দাবিতে আন্দোলনকারীদের উপর ছাত্রলীগের হামলার প্রতিবাদে ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের সোনারগাঁও এবং নারায়ণগঞ্জ শহরের বঙ্গবন্ধু সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে কয়েকশো শিক্ষার্থী। আন্দোলনে জেলার বিভিন্ন কলেজের সাধারণ শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। এ সময় কোটা সংস্কারের দাবিতে নানা স্লোগান দেন তারা। মঙ্গলবার দুপুরে কয়েশ শিক্ষার্থী রাজপথে নেমে এসে এ কর্মসূচি পালন করে।
সূত্র জানায়, মঙ্গলবার দুপুরে শহরের কয়েকটি কলেজের কয়েকশো শিক্ষার্থী রাজপথে নেমে বিক্ষোভ করে। শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে বঙ্গবন্ধু সড়কে অবস্থিত নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সামনে এসে সড়ক অবরোধ করে প্রতিবাদ সমাবেশ করে।
অপরদিকে,মঙ্গলবার সকাল এগারোটার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সোনারগাঁও এলাকায় কয়েকশো শিক্ষার্থী সড়ক অবরোধ করে বিক্ষোভ করে।
কোটা সংস্কারের দাবিতে আন্দোলনকারীদের উপর হামলার প্রতিবাদ ও নিন্দা জানিয়ে তারা বলেন, দাবি আদায় না হওয়া পর্যন্ত রাজপথ ছেড়ে যাবেন না।
Leave a Reply