রবিবার, ১৬ মার্চ ২০২৫, ০১:৫৬ পূর্বাহ্ন
নারায়ণগঞ্জের খবরঃ ১৮ ই অক্টোবর রাত ৯:৩০ এ নারায়ণগঞ্জ চাষাড়া জালাপনী চাইনিজ রেস্টুরেন্টে মায়ের অাঁচল সাহিত্য সামাজিকপরিষদ (মাআসাপ)বাংলাদেশ ও নারায়ণগঞ্জ ভাই-ব্রাদার ফেসবুক গ্রুপ সংগঠন এর উদ্যোগে ও (মাআসাপ)এর প্রতিষ্ঠাতা ও সভাপতি ভাই ব্রাদার হারুন অর রশিদ সাগর এর আয়োজনে এক আনন্দ-আড্ডা ও ডিনার পার্টি অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে নারায়ণগঞ্জ ভাই ব্রাদার গ্রুপের উদ্যোক্তা ও আমাদের সময়ের সিনিয়র সাংবাদিক কবি গীতিকার অভিনেতা ইশতিয়াক আহমেদ , বাংলাভিশনের নারায়ণগঞ্জ প্রতিনিধি কবি আফজাল হোসেন পন্টি, 24 চ্যানেলের নারায়ণগঞ্জ জেলা করেসপন্ডেন্ট ও (মাআসাপ) এর উপদেষ্টা আহসান সাদিক শাওন ,ডিবিসি চ্যানেলের সিনিয়র সাংবাদিক রাজিব ঘোষ পিন্টু, আরটিভির সিনিয়র সাংবাদিক মাইদুর রহমান রুবেল, আমাদের সময় পত্রিকার সিনিয়র সাংবাদিক লুৎফুর রহমান কাকন,(মাআসাপ) এর সহ-সভাপতি ও ফতুল্লা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কবি আব্দুর রহিম, আমাদের সময় পত্রিকার সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি এমরান আলি সজীব, লেখক সাংবাদিক শিপন আহমেদ, কবি শুভ ,কবি বাবু লোহানী, কবি মাসুদ রানা, সহ আরো অনেক ভাই-ব্রাদার উপস্থিত ছিলেন, এ সময় ভাই ব্রাদার গ্রুপের কয়েকটি কার্যক্রম এর প্রস্তাব উপস্থাপন করা হয়। সর্বশেষ হারুন অর রশিদ সাগর এর লেখা ও গাওয়া ইনসাফ করে চলরে মানুষ গানটির মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি হয়।
Leave a Reply