June 9, 2023, 4:36 am
নারায়ণগঞ্জের খবরঃ আমরা নারায়ণগঞ্জের সকল সমস্যা নিয়ে আলোচনা করবো। এর মধ্যে খেলার মাঠ থাকবে, আইনশৃঙ্খলা থাকবে, ট্রাফিক যানজট থাকবে, সব কিছু নিয়েই আমরা আলোচনা করব।
মঙ্গলবার দুপুরে নারায়ণগঞ্জ জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০১৯ এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধাব অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, এটা সত্য যে নারায়ণগঞ্জে সুযোগ সুবিধা যেটা পাওয়া উচিত আমরা সেটা থেকে বঞ্চিত। আমাদের কিছু ভালো কাজ করা খুব দরকার। পৃথিবীর সব থেকে বড় কম পাওয়া যায় সেটা হচ্ছে সময়। সময়টা হাতে খুবি কম। প্রতিদিন একটা করে সেকেন্ড চলে যাচ্ছে। এবং সেই কারণে আমি তাঁকে একটি অনুরোধ করেছি এবং আমি নিজেও কাজ করব।
তিনি বলেন, নারায়ণগঞ্জের সাংবাদিক সমাজ যারা জাতীয় পত্রিকায় কাজ করেন এবং যারা স্থানীয় পত্রপত্রিকায় আছেন তাদের একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে। আমরা চাচ্ছি নারায়ণগঞ্জের সর্বস্তরের, দলমত নির্বিশেষে সমাজের প্রতিনিধিত্বকারী সকলকে ডেকে আমার একটি আলোচনায় বসব আমাদের নারায়ণগঞ্জ সম্পর্কে।
Leave a Reply