December 9, 2023, 11:07 am
নারায়ণগঞ্জের খবর: নারায়ণগঞ্জ থেকে লাশ হয়ে আসা সিরাজগঞ্জের শাহজাদপুরের রিকশাচালক আব্দুর রহিম ও তার স্ত্রী-স্বজনসহ পাঁচ জনের নমুনায় করোনাভাইরাসের উপস্থিতি পাওয়া যায়নি। সিরাজগঞ্জ সিভিল সার্জন অফিসের পরিসংখ্যানবিদ হুমায়ুন কবির রামেক হাসপাতালের পরীক্ষার ফলাফলের বরাত দিয়ে বুধবার (১৫ এপ্রিল) সকালে এ তথ্য জানিয়েছেন।
শাহজাদপুরের কায়েমপুর ইউনিয়নের বৃ-আঙ্গারু গ্রামের কবরস্থানে গত ১২ এপ্রিল রিকশাচাল আব্দুর রহিমের লাশ দাফন করা হয়। ওইদিন ভোর রাতে স্বজনরা গোপনে রহিমকে দাফনের চেষ্টা করলে করোনা রোগী সন্দেহে গ্রামবাসী বাধা দেয়।
পরে, পুলিশ ও উপজেলা প্রশাসন খবর পেয়ে লাশ উপজেলা হাসপাতালে নিয়ে যায়। নমুনা সংগ্রহের পর বৃ-আঙ্গারু সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চারটি কক্ষে রহিমের স্ত্রী-স্বজনদের কোয়ারেন্টিনে রাখা হয়।
সিভিল সার্জন ডা. জাহিদুল ইসলাম বুধবার বলেন, আব্দুর রহিম ও তার স্ত্রী-স্বজনের নমুনা পরীক্ষায় করোনার উপস্থিতি নেগেটিভ এসেছে।
Leave a Reply