December 9, 2023, 12:57 pm
নারায়ণগঞ্জের খবরঃ ২০১৯-২০ অর্থ বছরের নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী। রাজস্ব ও উন্নয়নসহ মোট ৮৭০ কোটি ৩৯ লক্ষ ৭৭ হাজার ৭৬ টাকার বাজেট ঘোষণা করেন। রোববার (১৪ জুলাই) বেলা সাড়ে ১১টায় নগর ভবন প্রাঙ্গণে নতুন কর আরোপ ছাড়াই এ বাজেট ঘোষণা করা হয়।
এবারের বাজেটে নগরীর বাবুরাইল খালকে আধুনিকায়ন, বিভিন্ন এলাকার রাস্তা ও ড্রেনের উন্নয়নকে অগ্রাধিকার দেওয়া হয়েছে। এছাড়া সিটি কর্পোরেশনের বেশ কয়েকটি ওয়ার্ডে স্বাস্থ্য সেবার উন্নতিকরণ, মাঠ ও জলাধার সংরক্ষণকেও গুরুত্ব দেওয়া হয়েছে।
এছাড়াও এবারের বাজেটে রাস্তা, ড্রেন, সেতু, কালভার্ট নির্মাণ ও পুনঃনির্মাণ, দারিদ্র্য বিমোচন, তথ্য প্রযুক্তি, শিক্ষা, স্বাস্থ্য, যানজট নিরসন, জলাবদ্ধতা দূরীকরণ, বর্জ্য ব্যবস্থাপনা আধুনিয়কায়ন, দুর্যোগ ব্যবস্থাপনা ও জরুরীত্রান, খেলাধুলার মানোন্নয়ন ও সড়ক বাতি স্থাপনে বিশেষ বরাদ্দ রাখা হয়েছে এবং নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের বিভিন্ন এলাকার উন্নয়নকেই প্রাধান্য দেওয়া হয়েছে।
প্রস্তাবিত বাজেটে রাজস্ব ও উন্নয়ন খাতে মোট ৮০৬ কোটি ২৭ লক্ষ ৭৪ হাজার ২৭৫ টাকা আয় এবং মোট ৮০১ কোটি ৫ লক্ষ ৯ হাজার ৪৪৬ টাকা ব্যয় ধরা হয়েছে। বছর শেষে ঘোষিত বাজেটে ৫ কোটি ২২ লক্ষ ৬৪ হাজার ৮২৯ টাকা উদ্বৃত্ত থাকবে বলে জানিয়েছেন মেয়র।
বাজেট ঘোষণার সময় মঞ্চে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বস্ত্র ও পাট মন্ত্রী গোলাম দস্তগীর গাজী (বীর প্রতীক)৷ আরো উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ-২ আসনের সাংসদ নজরুল ইসলাম বাবু, সাবেক সংরক্ষিত নারী সংসদ সদস্য হোসনে আরা বাবলী, সিটি করপোরেশনের প্রধান নির্বাহী এহতেশামুল হক, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মনিরুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মোহাম্মদ নূরে আলম, জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্টেট মোহম্মদ জাহাঙ্গীর আলম, প্যানেল মেয়র আফরোজা হাসান বিভা
Leave a Reply