শুক্রবার, ১৮ এপ্রিল ২০২৫, ০৫:১২ অপরাহ্ন
বন্দর প্রতিনিধিঃ নারায়ণগঞ্জ-৫ আসনের প্রয়াত সাংসদ বীর মুক্তিযোদ্ধা নাসিম ওসমানের সহধর্মিনী পারভিন ওসমান বলেছেন,আমি দেখেছি নাসিম ওসমান সাধারণ মানুষের নয়নের মনি ছিলেন। সবসময় তিনি বন্দরের মানুষকে নিয়ে ভাবতেন। মাঝে মাঝে অশ্রুসিক্ত হয়েও কর্মীদের কথা চিন্তা করতেন। আপনাদের ভালোবাসার ঋণ কখনোই শোধ করা যাবে না। নাসিম ওসমান হয়তো আজ পৃথিবী থেকে বিদায় নিয়েছে। আজ কর্মীরা তাকে চাইলেও কাছে পায়না। কিন্তু নাসিম ওসমানের পরিবার তাঁর কর্মীদের পাশে সর্বদা থাকবে।
বৃহস্পতিবার ২রা মে বিকেলে সোনাকান্দাস্থ মহানগর জাতীয় ছাত্রসমাজের সদস্য সচিব ফয়সাল উল্লাহর অফিস প্রাঙ্গনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন,নাসিম ওসমান যেমনি করে আপনাদের হয়ে কাজ করেছেন। আমিও আপনাদের সকল কাজের অংশিদার হতে চাই। শুধু আপনারা দোয়া করবেন,আমার স্বামী নাসিম ওসমানের জন্য,ছেলে আজমেরী ওসমানের জন্য। মানুষ তো আর চিরকাল বেচেঁ থাকবেনা। তবে জীবদ্দশায় মানুষের জন্য কিছু করে যাওয়াটা আল্লাহতায়ালার এক অশেষ নেয়ামত।
নারায়ণগঞ্জ মহানগর জাতীয় ছাত্র সমাজের সদস্য সচিব ফয়সাল উল্লাহ ও জাপানেতা জুয়েল ঘোষের পরিচালনায় দোয়ায় অংশ নেন জেলা মহিলা পার্টির সাবেক সাংগঠনিক সম্পাদক শারমীন ইসলাম, জাপানেতা পানাউল্লাহ,শরিফ হোসেন,মুছাপুর জাপানেতা রবিউল আউয়াল,আ’লীগনেতা তাজুল ইসলাম,শফিকুল ইসলাম,আখি আহমেদ,ঝোমা চৌথুরী,হেলেনা আক্তার,বন্দর উপজেলা মহিলা পার্টির সভাপতি শাহিদা ইয়াছমিন,ছাত্রসমাজনেতা মোঃ ইসলাম মোঃ নেয়ামত মোঃ সিফাত,মোঃ বাপ্পি,পিয়েল,টুটুল,নিজাম,বিল্লাল,রবিন,রিসাত প্রমূখ।
পরিশেষে প্রয়াত খান ওসমান আলী,শামসুজ্জোহা,নাগিনাজ্জোহা ও নাসিম ওসমানের রুহের মাগফিরাত কামনা করে দোয়া করা হয়। মিলাদ ও দোয়া শেষে সকলের মাঝে রান্না করা খিচুরি বিতরণ করা হয়।
Leave a Reply