September 27, 2023, 7:41 am
নারায়ণগঞ্জের খবরঃ ফতুল্লায় এক সপ্তাহে জীবনের নিরাপত্তা চেয়ে ফতুল্লা মডেল থানায় সাধারন ডায়েরী করে করেছে ফতুল্লার ২ সাংবাদিক। এদের মধ্যে খোকন প্রধান ফতুল্লা রিপোর্টার্স ইফনিটির যুগ্ম সাধারন সম্পাদক, মাসুদ আলী ফতুল্লা প্রেস ক্লাবের সদস্য এবং দৈনিক ডান্ডিবার্তার ফটো সাংবাদিক ।
গতকাল রোববার দুপুরে ফতুল্লা মডেল থানায় এই ডায়েরী দায়ের করেন। খোকন প্রধান জিডিতে উল্লেখ করেন, বেশ কিছুদিন ধরে তাকে নানা ভাবে হুমকী দেয়া হচ্ছে। তার বাড়ির সামনে গিয়ে অজ্ঞাত ব্যাক্তিরা নানা ধরনের হুমকী দিয়ে থাকে। গত শনিবার গভীর রাতে তার বাড়ির পাশে গিয়ে অজ্ঞাত ব্যাক্তিরা তার মাকে নানা ভয় ভিতি দেখিয়ে এসেছেন। গত সপ্তাহে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিপ্তরের সোর্স পান্না ফটো সাংবাদিক মাসুদ আলীকে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিপ্তরের এক কর্মকর্তার সামনে হুমকী প্রদান করে। এ বিষয়টি ফতুল্লা মেডল থানার ভাপ্রাপ্ত কর্মকর্তা আসলাম হোসেনকে জানালে তিনি এস আই মিজানকে সোর্স পান্নার বিরুদ্ধে ব্যবস্থা নিতে বলেন।
Leave a Reply