September 23, 2023, 5:58 pm
নিজস্ব প্রতিদবেদক: নির্বাচনে কেউ কোন ধরনের অরাজকতা করলে কাউকে ছাড় দেয়া হবে না মন্তব্য করে পুলিশ সুপার জায়েদুল আলম বলেছেন, ইউনিয়ন পরিষদের নির্বাচনে কেউ যদি একটি ককটেল ফাটায়, আমি দশটি ককটেল ফাটাবো। কাউকে ছাড় দেয়া হবে না। আমি যদি নির্বাচন পর্যন্ত নারায়ণগঞ্জে থাকি, তা হলে নিবার্চনে কাউকে অরাজকতা করতে দেয়া হবে না।
বুধবার বিকেলে ফতুল্লা মডেল থানায় অনুষ্ঠিত ওপেন হাউজডে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তেব্য তিনি এসব কথা বলেন।
তিনি বলেন,মাদক ব্যবসা, কিশোর গ্যাং প্রতিরোধে নিজ নিজ ঘর থেকে প্রতিরোধ গড়ে তুলতে হবে। ঘর থেকে এই আন্দোলন শুরু হলে দ্রুত সফলতা আসবে।
ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রকিবুজ্জামানের সভাপতিত্বে এসময় বিশেস অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার(ক অঞ্চল) নাজমুল হাসান।
Leave a Reply