October 4, 2023, 12:05 am
নারায়ণগঞ্জের খবরঃ মুসলিম উম্মাহর প্রধান ধর্মীয় উৎসব পবিত্র ঈদ-উল আযহা উপলক্ষ্যে মালেক সংসদ ও বাংলাদেশ আওয়ামী যুবলগের পক্ষ থেকে নারায়ণঞ্জবাসীকে ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়েছেন আব্দুল মালেক।
শুভেচ্ছা বার্তায় তিনি বলেন,কোরবানী আমাদের ত্যাগের যে শিক্ষা শিক্ষা দিযেছে তা ব্যক্তি জীবনে প্রতিফলিত করে মানব কল্যানে ব্রতী হওয়ার মাধ্যমে মহান আল্লাহ রাব্বুল আল আমিনের সন্তুষ্টি ও নৈকট্য লাভ সম্ভব।
আবদুল মালেক বলেন, ঈদ-উল-আযহায় মুসলমানরা কোরবানি দেওয়ার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামীনের প্রতি আনুগত্য প্রকাশে করে থাকেন।পবিত্র ঈদুল আযহা আমাদের ধনী-গরীব, উঁচু-নিচুর ভেদাভেদ ভুলে সকল মানুষকে এক কাতারে দাঁড় করায়। দেশের দুঃস্থ দরিদ্র ও মেহনতী মানুষের প্রতি ভ্রাতৃত্ব ও সহযোগিতার হাত বাড়িয়ে দিয়ে সমাজের বিত্তবান শ্রেণীর মানুষ ঈদের এই আনন্দকে সকলের মাঝে ছড়িয়ে দিবেন।
তিনি আরও বলেন, আমাদের ঈদের আনন্দের সাথে সাথে শোকের মাস এ আগস্ট মাসে নিহত স্বাধীনতার স্হপতি, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান সহ সকল শহীদদের জন্য দোয়া করতে হবে। দেশের উন্নয়নে সকলকে সুখে-দুঃখে ঐক্য বদ্ধ থাকতে হবে। শেখ হাসিনার সরকারকে বারবার ক্ষমতায় আনতে দলের প্রতিটি নেতা-কর্মীকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। এমন প্রত্যাশা করে তিনি সকলের সুখ,শান্তি ও সমৃদ্ধি কামনা করেন।
Leave a Reply