নিজস্ব প্রতিবেদক
ফতুল্লার পাগলায় সন্ত্রাসীরা ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে রক্তাক্ত জখম করেছে সানী(২০) নামক এক যুবক কে।ঘটনাটি ঘটেছে বুধবার(৩ জুন) বিকেল ৫ টায় ফতুল্লা থানার পাগলা শরীফ বাগ এলাকায়।
এ ঘটনায় আহত সানীর বড় ভাই রনি বাদী হয়ে পাগলা শাহী বাজাররের শরীফ বাগ এলাকার সিরাজ মিয়ার পুত্র শ্যামল(২৫),একই এলাকার চান মিয়ার পুত্র ইমন(২০),হেদায়েত উল্লার পুত্র মামুন(২২), হোটেল হানিফের পুত্র বিল্লাল(২২), দুলালের পুত্র রিদয়,সিরাজুল ইসলামের দুই পুত্র মেহেদী(২০)ও অনিক (২২),মুক্তার হোসেনের পুত্র ফয়েজ(১৮), হাকিমের পুত্র শুভ(২২), বিন্দু (২৫) সহ অজ্ঞাত আরো ৩/৪ জনকে আসামী করে বুধবার রাতেই ফতুল্লা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছে।
ঘটনার বিবরনীতে জানা যায়, বুধবার আসর নামাজের পর আহত সানীর বন্ধু রাব্বি স্থানীয় একটি বিল্ডিংয়ের সিড়িতে গিয়ে বসলে অভিযুক্ত সন্ত্রাসীরা রাব্বি চড়-থাপ্পড় মেরে ঘটনাস্থল থেকে তাড়িয়ে দেয়।এ ঘটনা রাব্বি এসে তার বন্ধু সানী কে জানায়।সানী ঘটনাস্থলে গিয়ে তার বন্ধু কে মারার কারন জানতে চাইলে উল্লেখিত সন্ত্রাসীরা দেশীয় তৈরী ধারালো অস্ত্র দিয়ে সানী কে এলোপাতাড়ি ভাবে কোপায়।এ সময় সানী জীবন বাচাঁতে ডাক- চিৎকার করলে স্থানীয় পথচারীরা এগিয়ে এলে সন্ত্রাসীরা ঘটনাস্থল ত্যাগ করে। মারাত্নক আহতবস্থায় সানীকে উদ্বার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয় বলে জানা যায়।
এ বিষয়ে ফতুল্লা থানার এস,আই মোদাসসের জানায়,অভিযোগ পেয়েছি তদন্ত করে অভিযুক্তদের বিরুদ্বে ব্যবস্থা গ্রহন করা হবে।
Leave a Reply