বৃহস্পতিবার, ১৭ এপ্রিল ২০২৫, ০৯:০৮ অপরাহ্ন
নারায়ণগঞ্জের খবরঃ ফতুল্লায় শিশুকে ধর্ষ ণের চেষ্টার অভিযোগে আরফানকে (৪৫) গণধোলাই দিয়ে পুলিশেল হাতে তুলে দিয়েছে এলাকাবাসী। রোববার সন্ধ্যায় ফতুল্লার পাগলা নুরবাগ এলাকায় এঘটনা ঘটে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে। আরফান নুরবাগ এলাকার মনির মিয়ার বাড়ির ভাড়াটিয়া মৃত সোবহান মিয়ার ছেলে ।
পুলিশ জানায়, রোববার সন্ধ্যার সময় পাশের বাড়ির ৫ বছরের এক শিশুকে বাড়ির পিছনের পরিত্যক্ত জমিতে নিয়ে যায়। সেখানে নিয়ে জোর করে জামা কাপড় খোলার সময় ঘরের ভিতর থেকে জানালা দিয়ে শিশুটির বাবা দেখে চিৎকার করলে আরফান দৌড়ে পালানোর চেষ্টা করলে শিশুটির বাবা এলাকাবাসীর সহযোগিতায় তাকে ধরে ফেলেন। এসময় আশপাশের লোকজনও ছুটে এসে গণধোলাই দিয়ে আরফানকে পুলিশে দিয়েছে।
ফতুল্লা মডেল থানার ওসি আসলাম হোসেন জানান, আরফানকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
Leave a Reply