বৃহস্পতিবার, ২৭ মার্চ ২০২৫, ০৩:০৫ পূর্বাহ্ন
নারায়ণগঞ্জের খবর: পুলিশ সুপার কঠোর বার্তা দেয়ার পরও নিদের্শনা উপেক্ষা করে রাস্তায় বের হচ্ছে সাধারন মানুষ। পাড়া মহল্লার গলিপথগুলো লোকসমাগম রয়েছে।েএসব এলঅকাগুলোতে পুলিশ প্রবেশ করলে লোকজন সরে যায়। পুলিশ চলে যাওয়ার পর আবারো লোকজন রাস্তায় ভীর জমাচ্ছে।
এদিকে নারায়ণগঞ্জ শহরে রাত থেকেই মাইকিং শুরু করছে প্রশাসন। এতে বলা হচ্ছে, আপনারা কেউ রাস্তায় বের হবেন না। বের হলে কঠোর ব্যবস্থা নেয়া হবে।
উল্লেখ্য, গত রোববার রাতে জেলা প্রশাসকের কার্যালয়ে এক সভায় পুলিশ সুপার জায়েদুল আলম বলেন, এখন থেকে আমরা জিরো টলারেন্স। কোনো এলাকা থেকে কেউ বের হবে না। নারায়ণগঞ্জে ইনপুট আউটপুট বন্ধ থাকবে। জরুরি প্রয়োজন ছাড়া কেউ বের ও ঢুকতে পারবে না। এখন নারায়ণগঞ্জ বেশ গুরুত্বপূর্ণ এ কারণে আমরা কঠোর অবস্থানে রয়েছি। সোমবার থেকে পিপিই প্রস্তুত করা ও বিদেশি অর্ডার ছাড়া বাকি সব গার্মেন্ট বন্ধ থাকবে। পরিস্থিতি ভালো না হওয়া পর্যন্ত আমরা কঠোর থাকবো।
তিনি আরও জানান, ইতোমধ্যে আমাদের মাইকিং চলছে। অলিগলি বাঁশ দিয়ে বন্ধ করে দেয়া হবে। স্থানীয় জনপ্রতিনিধিদের সেই নির্দেশনা দেয়া হয়েছে।
Leave a Reply