স্টাফ রিপোর্টার : অব্যহ্যত রয়েছে বিএনপি নেতা আলহাজ মোঃ শাহালমের পরিচালিত জান্না ওয়েল ফেডারেশনের পক্ষ থেকে অসহায় দরিদ্র পরিবারের মাঝে খাদ্য দ্রব্য বিতরন। ষষ্ঠ দিনের মতো জান্নাত ওয়েল ফাউন্ডেশনের পক্ষ থেকে ছাত্র দলের সহযোগিতায় শুক্রবার দুপুরে ফতুল্লার দাপা পোস্ট অফিস রোড এলাকায় অসহায় দরিদ্র পরিবারের মাঝে খাদ্য দ্রব্য বিতরন করা হয়।
খাদ্য দ্রব্য সামগ্রী বিতরনের সময় উপস্থিত ছিলেন জেলা ছাত্রদল নেতা জুয়েল আরমান,থানা ছাত্রদল নেতা সাগরসিদ্দিকী,সোহেল,গোপাল,লিটন,ফতুল্লা ইউনিয়ন ছাত্রদল নেতা মেহেদী হাসান দোলন,সোহেল রানা,লিটন,গোপাল,রেমন হোসেন,রাজীব,সাগর,বসাক,মুন্না,ফারুক,উজ্জল,অমল প্রমুখ।
Leave a Reply