শুক্রবার, ১৮ এপ্রিল ২০২৫, ০৪:৫৫ অপরাহ্ন
নারায়ণগঞ্জের খবর: তাঁর ‘কবিতার জানালা’ পাণ্ডুলিপির জন্য ‘প্রবন্ধ বিভাগে’ তিনি এই পুরস্কার পেলেন। অন্যান্য বিভাগে পুরস্কার বিজয়ী অন্যরা হলেন- ছড়ায় আখতারুল ইসলাম, কবিতায় এনাম রাজু, গল্পে ফজলে রাব্বী দ্বীন, এবং উপন্যাসে সালাহউদ্দিন খান। প্রত্যেক বিজয়ী লেখক পাবেন পাঁচ হাজার টাকা করে নগদ সম্মানী, সম্মাননা ক্রেস্ট, সনদ এবং লেখককপি বাবদ বই উপহার। ২০২১ সালের বইমেলায় পাণ্ডুলিপিগুলো বই আকারে প্রকাশিত হবে। এক প্রেসবিজ্ঞপ্তিতে প্রিয় বাংলার সত্ত্বাধিকারি এস এম জসিম ভূঁইয়া এ তথ্য জানান।
এস এম জসিম ভূঁইয়া জানান, প্রতিবছরের মত এবারও প্রিয় বাংলা প্রকাশন পাণ্ডুলিপি প্রতিযোগিতার আয়োজন করে। এপ্রিলের প্রথম দিন থেকে পাণ্ডুলিপি সংগ্রহের কাজ শুরু হয়। ৩১শে আগস্ট পর্যন্ত ৫ মাসে ১০২৩টি পাণ্ডুলিপি জমা পড়ে। এরপর যাচাই-বাছাই শেষে ছড়া, কবিতা, গল্প, এ পাঁচ ক্যাটাগরিতে পাঁচজন বিজয়ীর নাম ঘোষণা করা হয়।
রাকিবুল রকি তরুণ কবি ও প্রাবন্ধিক। দ্বিতীয় দশকে যেসব তরুণ সাহিত্যের প্রতিটি বিচরণ করছেন, রাকিবুল রকি তাদের অন্যতম। এখন পর্যন্ত তার ১১টি বই প্রকাশিত হয়েছে।
Leave a Reply