নিজস্ব প্রতিবেদক: পূর্ব শত্রুতার জের ধরে মিশুক চালক মিলনকে(৪২) রাস্তা থেকে ধরে নিয়ে পিটিয়ে আহত করাসহ মিশুক ভাংচুরের অভিযোগ উঠেছে।
এ ঘটনায় ফতুল্লা মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করলেও পুলিশ কোন ব্যবস্থা নেয়নি। ফলে সন্ত্রাসীদের বিরুদ্ধে আদালতের দ্বারস্থ হয়েছে আহত মিশুক চালক মিলন।
আহত মিলন জানায়,গত ১১ জুলাই বিকালে দাপা এলাকায় পূর্ব শত্রুতার জের ধরে দাপা এলাকার হান্নান কাজী, শহীদ কাজী,সেলিম কাজী,রিফাত,ইমরান,তরুণ, সাব্বির, রাব্বিসহ অজ্ঞাত ৪/৫ জন মিলে আমার মিশুকের গতিরোধ করে আমাকে হান্নান কাজীর গ্যারেজে নিয়ে হাত-পা বেধে মারধর করে। এসময় স্থানীয়রা এগিয়ে এসে আমাকে আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।
এ ঘটনায় আমি ফতুল্লা মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করলেও পুলিশ সন্ত্রাসীদের বিরুদ্ধে কোন ব্যবস্থা না নেয়ায় আমি আদালতের দ্বারস্থ হয়ে মামলার আবেদন করেছি। বিষয়টি পিবিআই তদন্ত করছে।
Leave a Reply