October 3, 2023, 3:02 pm
নারায়ণগঞ্জের খবরঃ গত সোমবার রাতে ফতুল্লার লালপুর পৌষপুকুর পাড় এলাকায় অভিযান চালিয়ে মাদক সম্রাট সেলিম ওরফে আর্মি সেলিম(৪২) কে গ্রেফতার করেছে ফতুল্লা মডেল থানা পুলিশ।এদিকে শীর্ষ স্থানীয় মাদক ব্যবসায়ী আর্মি সেলিম গ্রেফতারে লালপুর-পৌষপুকুর পাড় এলাকাবাসীর মাঝে নেমে এসেছে স্বস্তি।
জানা যায়,সোমবার দিবাগত রাত দেড়টায় ফতুল্লা মডেল থানার দারোগা মিজানুর রহমান সঙ্গীয় ফোর্স সহ লালাপুর পৌষপুকুর এলাকায় নিজ বাড়িতে অভিযান চালিয়ে শীর্ষস্থানীয় মাদক ব্যবসায়ী সেলিম ওরফে আর্মি সেলিমে কে গ্রেফতার করে।
এরআগে চলতে মাসের ৫ তারিখ ফতুল্লা মাদক সম্রাট আর্মী সেলিম গণধোলাইয়ের শিকার হয়েছে। ফতুল্লা বাজারে অবস্থিত মাদকের নিরাপদ জোন হিসেবে পরিচিত অভি ভিলায় স্থানীয়রা মাদক ব্যবসায়ীদের আড্ডাখানায় হানা দিয়ে আর্মী সেলিম ও তার এক সহযোগীকে গণধোলাই দেয়।
এলাকাবাসী এসময় মাদক ব্যবসায়ী এবং সেবীদের আড্ডাখানা হিসেবে পরিচিত বিদ্যুৎ দাসের রুমে হানা দিয়ে তাকে না পেয়ে রুম তাল দিয়ে চলে যায়। গত সোমবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে।
স্থানীয় একাধিক সূত্রে জানাযায়, দীর্ঘদিনে ধরে ফতুল্লা বাজারে অবস্থিত অভি ভিলার ২য় তলায় বিদ্যুতের ভাড়াকৃত কক্ষে মাদক ব্যবসা এবং মাদক সেবন করে আসছে আর্মী সেলিম, বিদ্যুত সহ বেশ কিছু মাদক ব্যাবসায়ী। ইতোমধ্যে এখানে আইনশৃঙ্খলা রক্ষাবাহিনী একাধিক বার অভিযান চালিয়ে বেশ কিছু মাদক ব্যবসায়ীকে মাদকসহ গ্রেফতার করে। কিন্তু আইনের ফাঁক দিয়ে তারা বের হয়ে পূনরায় মাদক ব্যবসা অব্যাহত রাখে। গণধোলাইয়ের শিকার আর্মী সেলিমকে ২০১৬ সালে ইয়াবাসহ ফতুল্লা মডেল থানা পুলিশ গ্রেফতার করে। আর্মী সেলিম ফতুল্লা শীর্ষ মাদক ব্যবসায়ী হিসেবে পরিচিত।
Leave a Reply