মঙ্গলবার, ২৫ মার্চ ২০২৫, ০২:০২ পূর্বাহ্ন
ফতুল্লা প্রতিনিধিঃ ফতুল্লায় লোকমান হোসেন রিপন(১৭) নামে এক কিশোর গত সাতদিন ধরে নিখোঁজ রয়েছেন।নিখোঁজ লোকমান হোসেন রিপন ফতুল্লা দাপা ইদ্রাকপুর ব্যাংক কলোনী এলাকার মোঃকাপতান মিয়ার ছেলে। এ ঘটনায় মঙ্গলবার(৫ জানুয়ারী) ফতুল্লা মডেল থানায় নিখোঁজ ডায়েরি করেছেন ছেলেটির বাবা মোঃকাপতান মিয়া।
থানায় দায়েরকৃত ডায়েরিতে উল্লেখ করা হয়েছে সদ্য বিদায়ী বছরের ২৮ ডিসেম্বর সকাল ১০ টার সময় বাসা থেকে বের হয় রিপন।পরবর্তীতে সে বাসায় ফিরে না আসায় তার মা তাহার ব্যবহ্নিত মোবাইল নাম্বার-০১৪০১৬৫৮৪০৬ তে ফোন করিলে তাহা বন্ধ পায়। পরবর্তীতে সম্ভ্যব্য সকল স্থানে সমুহে ওআত্মীয়-স্বজনের বাসায় অনেক খোঁজাখুজি করিয়াও রিপনের কোন সন্ধান পায় নাই।
ডায়েরিতে আরো উল্লেখ করা হয়েছে,নিখোঁজ লোকমান হোসেন রিপন গায়ের রং-শ্যামলা,উচ্চতা-৪ ফুট ৫ইঞ্চি,ওজন ৪৫ কেজি,চোখ কালো,চুল কালো,পড়নে ছিল সাদা রংয়ের পাঞ্জাবী ও লুঙ্গী। নিখোঁজ কিশোর লোকমান হোসেন রিপনের সন্ধান পেলে যোগাযোগ করার জন্য অনুরোধ জানানো হয়েছে। যোগাযোগ: ০১৮৭০৮৬১৬৪৪।
Leave a Reply