নারায়ণগঞ্জের খবরঃ অপহরনের চারদিন পর অপহৃত মাদ্রাসা ছাত্রী কে উদ্বার সহ অপহরনকারী কে আটক করেছে ফতুল্লা মডেল থানা পুলিশ।২৯আগস্ট বৃহঃ স্পতিবার সন্ধ্যায় ফতুল্লা মডেল থানা পুলিশ পাগলা বাস স্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে অপহরনকারী ইয়ামিন (১৯) কে আটক সহ অপহৃত মাদ্রাসা ছাত্রী সুর্বনা উদ্বার করেছে বল পুলিশ জানায়।
থানা পুলিশ সুত্রে জানা যায়,গত রবিবার(২৫আগস্ট) সকাল সাড়ে ৭ টায় পাগলা নুরবাগ নিজ বাসা থেকে মাদ্রাসা যাবার পথে অপহরনকারী ইয়ামীন ও তার সহযোগীরা মাদ্রাসা ছাত্রী সুর্বনার পথরোধ করে জোরপূর্বক একটি সিএনজি বেবীট্যাক্সিতে করে অজ্ঞাত স্থানে নিয়ে যায়।ঘটনার দিন রাতেই মাদ্রাসা ছাত্রীটির মা বাদী হয়ে আটককৃত ইয়ামীনের নাম উল্লেখ্য করে অজ্ঞাত আরো ২/৩জনকে আসামী করে ফতুল্লা থানায় একটি মামলা দায়ের করেন।ঘটনার চারদিন পর বৃহঃ স্পতিবার সন্ধ্যায় মামলার তদন্তকারী কর্মকর্তা এস,আই মোফাজ্জল সঙ্গীয় ফোর্স সহ পাগলা বাস স্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে অপহৃত মাদ্রাসা ছাত্রী কে উদ্বার সহ অপহরনকারী ও মামালার এজাহার নামীয় আসামী ইয়ামীনকে আটক করে।আটককৃত ইয়ামীন পাগলা নুরবাগ এলাকার গিয়াস উদ্দিন ব্যাপারীর পুত্র বলে জানা যায়।
Leave a Reply