বুধবার, ২৬ মার্চ ২০২৫, ০৭:৪৯ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক: ফতুল্লার আলোচিত সন্ত্রাসী, হত্যা,ডাকাতি,ছিনতাইসহ একাধিক মামলার আসামী কিলার আক্তার নতুন করে তৎপর হয়ে উঠেছে। দীর্ঘদিন আত্মগোপনে থাকার পর হঠাৎ করে প্রকাশ্যে আসায় নতুন করে শঙ্কিত হয়ে পরেছে ফতুল্লাবাসী। পাগলা তালতলা এলাকায় প্রকাশ্যে তান্ডব চালানোর পর থেকে আলোচনায় উঠে এসেছে কিলার আক্তার। আলোচিত এই সন্ত্রাসীর বিরুদ্ধে ব্যবস্থা নিতে আইনশৃঙ্খলা বাহিনীর হস্তক্ষেপ দাবি করেছে ফতুল্লাবাসী।
সূত্রমতে,ফতুল্লার একাধিক হত্যা, ডাকাতি,ছিনতাই ও চাঁদাবাজী মামলার আসামী কিলার আক্তার নতুন করে আলোচনায় উঠে এসেছে। গত রোববার দুপুরে পাগলা তালতলা এলাকায় অবস্থিত কোরবানীর পশুর অস্থায়ী হাটে প্রকাশ্যে হামলা চালানোর পর থেকে আলোচনায় উঠে আসে। ২০০৯ সালে ফতুল্লার মুসলিমনগরে বিকাশ কর্মীকে গুলি করে টাকা ছিনিয়ে নিয়ে আলোচনায় উঠে আসে। এরপর পাগলা একটি রোলিং মিলের নৈশ প্রহরীকে গুলি করে হত্যা করা, কুতুবপুর স্বেচ্ছাসেবক লীগের সাধারন সম্পাদক মীরুকে গুলি করে হত্যার চেষ্টা ও একই ইউনিয়নের যুবলীগ কর্মী হাবিউল্লাহকে গুলি করে হত্যার চেষ্টার অভিযোগ রয়েছে।
একাধিক সূত্রের দাবি, কিলার আক্তার ফতুল্লার কথিত এক শ্রমিক নেতার শেল্টারে থেকেই হত্যা,ডাকাতিসহ নানা ধরনের অপরাধমূরক কর্মকান্ড করে বেড়াতো। সম্প্রতি শ্রমিক লীগ নেতার সাথেই কিলার আক্তার প্রকাশ্যে এসে তালতলা কোরবানী পশুর হাটে তান্ডব চালায়। আলোচিত এই সন্ত্রাসীর বিরুদ্ধে ব্যবস্থা নিতে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের হস্তক্ষেপ দাবি করেছে ফতুল্লাবাসী।
Leave a Reply