নারায়ণগঞ্জের খবরঃ মোবাইল ফোনে ডেকে এনে ফতুল্লার দেওভোগে সন্ত্রাসীরা ছুরিকাঘাত করে হত্যা করেছে সোলেয়মান হোসেন অপু(২৮)নামক এক ইলেক্টিক মিস্ত্রিকে। শুক্রবার রাতে ফতুল্লা মডেল থানা সীমান্তের দেওভোগ নাগবাড়ী মন্দির এলাকায় এ হত্যাকান্ডের ঘটনা ঘটে। নিহত অপু ফতুল্লা থানার দেওভোগ তাতিপাড়া এলাকার আজিজ মিয়ার ভাড়াটিয়া রমজান মিয়ার পুত্র। পুলিশ এ ঘটনায় পারভেজ নামে এক যুবককে গ্রেফতার করেছে
জানা যায়,অপু বাবুরাইল এলাকার কাশেম ডেকারেটোরে ইলেক্ট্রিক মিস্ত্রি হিসেবে কাজ করতো।শুক্রবার রাতে নিহত অপু বাসা থেকে বের হয়ে দেওভোগ নাগবাড়ী মন্দির এলাকায় এলে অজ্ঞাত সন্ত্রাসী অতর্কিত হামলা চালিয়ে তাকে ছুরিকাঘাত করে রক্তাক্ত জখম করে।পরে স্থানীয় পথচারীরা তাকে উদ্বার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসারত অবস্থায় মৃত্যুর কোলে ঢলে পরে।
এ বিষয়ে ফতুল্লা থানার ওসি আসলাম হোসেন জানায়, পারভেজ নামের এক যুবককে গ্রেফতার করা হয়েছে এবং এই হত্যা কান্ডের সাথে জড়িত থাকার কথা স্বীকার করেছে। তিনি আরো জানান, টাকা লেনদেনের বিরোধ নিয়ে এই হত্যাকান্ডের ঘটনা ঘটে।
Leave a Reply