December 10, 2023, 10:41 pm
নারায়ণগঞ্জের খবরঃ ফতুল্লা পোষ্ট অফিস রোডের বিতর্কীত রফিকুল ইসলাম টিপু অরুফে বরিশাইল্যা টিপুর বিরুদ্ধে এবার জমি দখলের অভিযোগ উঠেছে। মঙ্গলবার সন্ধ্যায় আঃ গফুর নামে একজন ফতুল্লা মডেল থানায় এই অভিযোগ দায়ের করেন। টিপুর দাবিকৃত চাঁদা দিতে ব্যর্থ হওয়ায় জমি দখল করেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
অভিযোগে জানাগেছে, পোস্ট অফিস রোডের বাসিন্দা আঃ গফুরের কাছে ৫ লাখ টাকা দাবি করে নব্য আওয়ামী লীগার রফিকুল ইসলাম টিপু অরুফে বরিশাইল্যা টিপু। চাঁদার টাকা না পেয়ে মঙ্গলবার সন্ধ্যায় গফুর মিয়ার জমি দখল করে নেয় টিপু ও তার সন্ত্রাসী বাহিনী। এ ঘটনায় আঃ গফুর ফতুল্লা মডেল থানায় টিপুর বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেছে। এ ব্যাপারে ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আসলাম হোসেন জানান, অভিযোগ পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।
উল্লেখ্য, বরিশইল্যা টিপু দীর্ঘদিন ধরে পোষ্ট অফিস রোড এলাকায় ভূমি দস্যুতা, সন্ত্রাসী কর্মকান্ডসহ নানা ধরনের অপরাধের সঙ্গে হড়িত রয়েছে। গত একাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে স্থানীয় আওয়ামী লীগের নেতাদের মাধ্যমে আওয়ামী লীগে যোগদান করে টিপু বেপরোয়া হয়ে ওঠে।
Leave a Reply