শুক্রবার, ১৮ জুলাই ২০২৫, ১০:১২ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক: ফতুল্লা রেলস্টেশন এলাকায় নাসির শেঠ অরুফে গরু নাসির ও তাঁর পুত্র শান্ত মাদক বিক্রি করছে প্রকাশ্যে। কোন প্রকার রাগঢাক নেই। স্থানীয়দের অভিযোগ, পুলিশ, মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর,বিশেষ পেশায় নিয়োজিত ব্যাক্তিদ্বয়সহ স্থানীয় প্রভাবশালী মহলের শেল্টারে চলছে মাদক ব্যবসা। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নাসিরের মাদক বিক্রির একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পরলে এ নিয়ে সমালোচনার ঝড় ওঠে। দাবি ওঠেছে নাসির,হেনা ও শান্তর বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার। এ ব্যাপারে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের হস্তক্ষেপ দাবি করেছে স্থানীয় সচেতন মহল।
এলাকাবাসীর অভিযোগ, ফতুল্লায় নাসির শেঠ, বোন হেনা ও তাঁর পুত্র শান্ত প্রকাশ্যে মাদক বিক্রি করছে। আইনশৃঙ্খলা বাহিনীর কোন তৎপরতা না থাকায় একই পরিবারের এই তিনজন এখন এলাকায় প্রকাশ্যে মাদক বিক্রি করছে। সম্প্রতি নাসির শেঠের মাদক বিক্রির একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পরার পর এ নিয়ে এলাকায় সমালোচনার ঝড় বইছে।
জানাযায়, মাদক সম্রাট নাসির শেঠ,হেনা,শান্ত ফতুল্লা রেলস্টেশন, পাইলট স্কুল ও দাপা খোঁজপাড়া এলাকার আশেপাশে সহ বালুর মাঠ পাকিস্তানি বিল্ডিং এলাকায় জমজমাট হিরোইনের ব্যবসা চালিয়ে যাচ্ছে। মাদকসম্রাট নাসির শেঠ ও হেনা হিরোইনসহ বেশ কয়েকবার প্রশাসনের হাতে গ্রেফতার হলেও জামিনে বের হয়ে পুনরায় রেলস্টেশনসহ বিভিন্ন এলাকায় ব্যবসা শুরু করে।
Leave a Reply