রবিবার, ১৬ মার্চ ২০২৫, ০৩:৪৩ পূর্বাহ্ন
নারায়ণগঞ্জের খবরঃ আইনশৃঙ্খলা বাহিনীর বিশেষ অভিযানে ফতুল্লা পুলিশের অস্ত্র চুরি মামলার অন্যতম আসামী, ফতুল্লার সড়ক পথের আলোচিত ডাকাত সরদার আমজীর চার সহযোগীসহ গ্রেফতার হয়েছে। এসময় তাদের কাছ থেকে বিপুল পরিমান ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। গ্রেফতারকৃতরা হলো ডাকাত আজমীর(৩০), আরিফ(২৮), রাজু(২৫) ও সাগর(২৬)। গত শুক্রবার পৃথক স্থানে অভিযান চালিয়ে ফতুল্লা মডেল থানা পুলিশ তাদের গ্রেফতার করে।
থানা সূত্র জানায়, গোপন সংবাদেও ভিত্তিতে ফতুল্লা মডেল থানার এসআই মিজান ও এএসআই তারেক আজিজ সঙ্গীয় ফোর্সসহ ফতুল্লা দাপা,শৈলকুড়া এলাকায় অভিযান চালিয়ে প্রথমে ডাকাত সরদার আজমীর ও মাদক স¤্রাট আরিফকে আটক করে। তাদের স্বীকারোক্তিমতে রাজু(২৫) ও সাগরকে(২৬) গ্রেফতার করে। গ্রেফতারকৃতরা দীর্ঘদিন ধরে সড়ক পথে ডাকাতি, ছিনতাই ও মাদক ব্যবসা করে আসছে।
উল্লেখ্য, ২০১৮ সালের ১৩ মে রাতে এএসআই সুমন কুমার পালের নেতৃত্বে পুলিশের একটি দল ফতুল্লা রেলস্টেশন রোড এলাকার একটি বালুরমাঠে গভীর রাতে ডিউটিরত থাকা অবস্থায় কনস্টেবল সোহেল রানার সঙ্গে থাকা একটি চাইনিজ রাইফেল খোয়া যায়। পর দিন সোমবার বেলা ১১টায় ফতুল্লা দাপা বালুরমাঠের পাশের একটি ডোবার পাশ থেকে রাইফেলটি উদ্ধার করা হয়। ওই ঘটনায় ফতুল্লা মডেল থানার এএসআই সুমন কুমার পাল, তিনজন কনস্টেবল মাসুদ রানা, আরিফ ও সোহেল রানাকে দায়িত্বে অবহেলার জন্য সাময়িক প্রত্যাহার করা হয়। পুলিশের অস্ত্র চুরির ঘটনায় ডাকাত আমজীরের নাম উঠে আসে।
Leave a Reply