September 26, 2023, 5:08 am
নারায়ণগঞ্জের খবরঃ নারায়ণগঞ্জ শহরে একটি ময়লার ভাগাড় থেকে এক নবজাতকের খণ্ডিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। পরে মরদেহটি নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। সোমবার সকাল ১০টায় শহরের জামতলা ডাক্তার গলি থেকে মরদেহটি উদ্ধার করে পুলিশ।
ফতুল্লা মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ মোহাম্মদ মঞ্জুর কাদের ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে কেউ অবৈধভাবে গর্ভপাত ঘটিয়ে মেয়ে নবজাতকটিকে হত্যার পর ময়লার ভাগাড়ে ফেলে গেছে। পরে কুকুর কিংবা কোনো প্রাণী এটাকে ছিঁড়ে খণ্ড-বিখণ্ড করে ফেলে। নবজাতকটির মাথা ও কোমরের নিচের অংশ পাওয়া গেছে। বিষয়টি গুরুত্ব দিয়ে তদন্ত চলছে এবং নবজাতকটির পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।
Leave a Reply