শুক্রবার, ১৮ এপ্রিল ২০২৫, ০৪:০১ অপরাহ্ন
নারায়ণগঞ্জের খবরঃ ফতুল্লায় ডিজিটাল নিরাপত্তা ও পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে দায়ের করা মামলায় এক ভুয়া সাংবাদিককে সহযোগীসহ রিমান্ডে নিয়েছে পুলিশ। মঙ্গলবার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ফাহমিদা খাতুন এ আদেশ দেন। ফতুল্লা থানা পুলিশ গত ২৯ জুন উভয় আসামীকে ৭ ও ৮ দিনের রিমান্ড আবেদন সহ আদালতে প্রেরণ করে । আসামীরা হচ্ছে ফতুল্লা নন্দলালপুর এলাকার সিরাজ উদ্দিনের ছেলে সাদ্দাম হোসেন শুভ (২৯) ও মুন্সিগঞ্জের সিরাজদিখান এলাকার নজর আলীর ছেলে রাজন খান রাকিব (৩২)। শুনানী শেষে আদালত উভয় আসামীকে একদিনের রিমান্ডে নেয়ার আদেশ দেয়।
মামলার তদন্ত কর্মকর্তা এসআই মোফাজ্জল জানান, শুভ ও রাকিবে ৭ ও ৮ দিনের জন্য রিমান্ড আবেদন করেছিলাম। বিজ্ঞ আদলাত উভয়কে ১দিনের রিমান্ড মঞ্জুর করেছে।
নামধারী সাংবাদিক সাদ্দাম হোসেন শুভসহ আসামী বাদীর অশ্লীল ছবি ফেসবুকে ছড়িয়ে দেবার হুমকি দিয়ে এক লাখ টাকা দাবী করে। শুভ নিজেকে সাংবাদিক পরিচয় দিয়ে বাদির অশ্লীল ছবি দিয়ে মানহানিকর সংবাদ পরিবেশনের হুমকি দেয়। পরবর্তীতে ছবি এডিট করে বাদীর বিরুদ্ধে নিউজ প্রকাশ করে বাদীর মান সম্মান ও সামাজিক মর্যাদাকে ক্ষুন্ন করে। এ ঘটনায় বাদী ফতুল্লা থানায় অভিযোগ দায়ের করেন।
স্থানীয়দের অভিযোগ, শুভ নিজেকে সাংবাদিক পরিচয় দিয়ে পাগলা,নন্দলালপুর,ভাবীর বাজার, নয়ামাটি এলাকার সাধারন মানুষকে হয়রানী করতো। এছাড়া শুভ’র সাথে স্থানীয় মাদক ব্যবসায়ীসহ বিভিন্ন অপরাধীদের সখ্যতা রয়েছে।
Leave a Reply