আবদুর রহিমঃ আসন্ন ফতুল্লা ইউনিয়ন পরিষদের নির্বাচনে নৌকা প্রত্যাশী বর্তমান ভারপ্রাপ্ত চেয়ারম্যান লুৎফর রহমান স্বপনসহ ৫জন হওয়ায় বিপাকে পড়েছেন সাংসদ শামীম ওসমান। কাকে রেখে কাকে নৌকা প্রতীকের প্রার্থী মনোনীত করবেন এ নিয়ে রয়েছে সিদ্ধান্ত হীনতায়। ৫জন প্রার্থীই শামীম ওসমানের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত। বিভিন্ন সভা-সমাবেশে একমাত্র লুৎফর রহমান স্বপন ছাড়া বাকী ৪জনই শত শত নেতাকর্মী নিয়ে অংশ গ্রহণ করে থাকেন। যে কারণে কাউকেই মনঃক্ষুণ্ন করতে চাচ্ছেন না এই সাংসদ। তবে প্রার্থীতা চূড়ান্ত করতে বিকল্প পথ খুঁজতে শুরু করেছেন বলেও গুঞ্জন রয়েছে।
সূত্রমতে, দীর্ঘদিন পর হতে যাচ্ছে ফতুল্লা ইউনিয়ন পরিষদের নির্বাচন। এবারের নির্বাচনে বর্তমান চেয়ারম্যান লুৎফর রহমান স্বপন ছাড়া ফতুল্লা থানা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ফরিদ আহমেদ লিটন, ফতুল্লা থানা যুবলীগের সভাপতি মীর সোহেল, সাধারণ সম্পাদক ফয়জুল ইসলাম ও ফতুল্লা থানা ছাত্রলীগের সভাপতি আবু মোঃ শরীফুল হক নির্বাচনে অংশ নিতে নানা ভাবে প্রচারনা শুরু করেছেন। এই ৫জন নেতাই নারায়ণগঞ্জ-৪ আসনের সাংসদ শামীম ওসমানের ঘনিষ্ঠজন হিসেবে পরিচিত। আর এখানেই দেখা দিয়েছে জটিলতা। ফলে কার হাতে নৌকা প্রতীক তুলে দিবেন এ নিয়ে দেখা দিয়েছে বিপত্তি।
মনোনয়ন দেয়া নিয়ে এসব নেতাদের মনঃক্ষুণ্ন হওয়ার আশঙ্কা রয়েছে। বিগত দিনে আওয়ামীলীগের রাজনীতিতে একমাত্র খন্দকার লুৎফর রহমান স্বপন ছাড়া বাকী চারজনেই রাজনীতির মাঠে সরব ছিলেন। দলীয় কর্মকান্ডে এই চার নেতা বিপুল সংখ্যক নেতাকর্মী নিয়ে অংশ নিয়ে থাকেন। দলের দুঃসময়েও এসব নেতাদের অবদান রয়েছে। ফলে কাকে রেখে কাকে নৌকা প্রতীকে মনোনীত করবেন এ নিয়ে সিদ্ধান্তহীনতায় রয়েছে সাংসদ শামীম ওসমান।
Leave a Reply