গত ২০ নভেম্বর রাতে লালপুর পাকিস্তানখাদ এলাকায় চাঁদার দাবিতে সহোদর দুই ভাই শাকিল আহম্মেদ (৩০) ও শামীম আহম্মেদকে(২৮) কুপিয়ে রক্তাক্ত জখম করে কাজল ও তাঁর সহযোগরা। এ ঘটনায় আহত শাকিল ফতুল্লা মডেল থানায় মামলা দায়ের করে। এ ঘটনার সাথে জড়িত ২জনকে গ্রেফতার হলেও পুলিশের কাছে ঘটনার মূল হতা সন্ত্রাসী কাজল পলাতক রয়েছে।
পুলিশের কাছে কাজল পলাতক হলেও মূলত সে প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে। এছাড়া ফতুল্লা ইউনিয়ন পরিষদের নির্বাচনে ৪,৫,৬ নং ওয়ার্ডে সংরক্ষিত মহিলা মেম্বার প্রার্থী লাইজু আক্তার মুন্নীর সাথে বিভিন্ন স্থানে প্রচারণা নেমেছে। গত বুধবার সামাজিক যোগাযোগ মাধ্যমে ফতুল্লা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান খন্দকার লুৎফর রহমান স্বপনের বাড়ীতে লাইজু আক্তার মুন্নীসহ একটি ছবি ভাইরাল হলে পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন অনেকে।
উল্লেখ্য,সন্ত্রাসী কাজল এরআগে অপহরণের অভিযোগে গ্রেফতার হয়েছিল এবং তাঁর জিম্মিদশা থেকে অপহৃতকে উদ্ধার করে।
Leave a Reply