বৃহস্পতিবার, ২৭ মার্চ ২০২৫, ০৩:২৫ পূর্বাহ্ন
নারায়ণগঞ্জের খবরঃ ফতুল্লার ভূইঁগড় রুপায়ন টাউনের সামনে থেকে একটি প্রাইভেটকারসহ (ঢাকা মেট্রো গ-২১-৩৪৮৮) আসলাম আলী (৩০) ও সাইফুল ইসলাম @ টুটুল (৫৪) নামের দুই ভূয়া ডিবি পুলিশকে গ্রেফতার করেছে ফতুল্লা মডেল থানা পুলিশ। শনিবার ভোরে তাদের গ্রেফতার করা হয়।
পুলিশ জানায়, এএসআই(নিঃ) মোঃ হাবিবুর রহমান সাইনবোর্ড মূখী রাস্তায় অবস্থান কালে ঢাকা মেট্রো গ-২১-৩৪৮৮ রেজিঃ নম্বরের একটি প্রাইভেটকার দেখে এবং কারে থাকা ব্যক্তিদের গতিবিধি সন্দেহ জনক হওয়ায় গাড়ীটি থামাইতে সিগন্যাল দেয়। কিন্তু গাড়ীতে থাকা ব্যক্তিরা সিগন্যাল অমান্য করে গাড়ী না থামিয়ে দ্রুত গাড়ী চালিয়ে সাইনবোর্ডের দিকে যেতে থাকলে এএসআই(নিঃ) মোঃ হাবিবুর রহমান তাদের পিছু ধাওয়া করে। আসলাম আলী (৩০) ও সাইফুল ইসলাম @ টুটুল (৫৪) ডিবি নারায়ণগঞ্জ লেখা কটি পরিহিত অবস্থায় ঢাকা মেট্রো গ-২১-৩৪৮৮ রেজিঃ নম্বরের প্রাইভেটকারসহ গ্রেফতার করে।
ফতুল্লা মডেল থানর ভারপ্রাপ্ত কর্মকর্তা আসলাম হোসেন জানান , গ্রেফতারকৃতরা দীর্ঘদিন ধরে ডিবি পুলিশের কটি পড়ে নিজেদের পুলিশ পরিচয় দিয়ে ঢাকা, নারায়নগঞ্জ সহ আশপাশ এলাকার সকড়-মহাসড়কে বিভিন্ন প্রকার অপরাধ মূলক অপকর্ম করে আসছে বলে প্রাথমিক ভাবে স্বীকার করেছে।
Leave a Reply