নিজস্ব প্রতিবেদকঃ ফতুল্লার পাগলায় পরিত্যক্ত নিল রংয়ের একটি প্রাইভট কার (ঢাকা-মেট্রো-ঘ-১৩-৪২১৬)উদ্ধার করেছে ফতুল্লা মডেল থানা পুলিশ। বৃহস্পতিবার (১৩মে) দুপুরে ফতুল্লার পাগলা ভাসমান রেস্তোরা মেরিএন্ডারসনের প্রাচিরের ভিতর থেকে প্রাইভেট কারটি উদ্ধার করে পুলিশ।
জানা যায়,গত আট দিন ধরে কে বা কারা প্রাইভেটকারটি তালাবদ্ধ করে মেরী এন্ডারসনের ভিতরে রেখে যায়।বৃহস্পতিবার দুপুরে পুলিশ সংবাদ পেয়ে ঘটনাস্থলে এসে বিসয়টি জানতে পেরে মালিকানা না পেয়ে পরিত্যক্ত প্রাইভেট কারটি উদ্ধার করে থানায় নিয়ে যায়।
এ বিষয়ে ফতুল্লা মডেল থানার এস, আই ইমানুর জানায়,সংবাদ পেয়ে ঘটনাস্থলে গিয়ে পরিত্যক্তবস্থায় মালিকানাবিহীন প্রাইভেট কারটি উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে।আলীগঞ্জ এলাকার হাজী মনিরুউদ্দিনের ভাতিজা পরিচয়ে এক ব্যক্তি তাকে ফোন করে গাড়ীটির মালিকানাদাবী করে।পরে তিনি তাকে গাড়ীর কাগজ পত্র নিয়ে থানায় আসতে বলেছেন।
Leave a Reply