বুধবার, ২৬ মার্চ ২০২৫, ০৮:৫৩ অপরাহ্ন
নারায়ণগঞ্জের খবরঃ মাদক সেবন এবং বিক্রিতে বাধা দেয়ায় আপন ভাতিজাকে মিথ্যা মামলায় ফাঁসানোর চেষ্টার অভিযোগ উঠেছে চাচা আঃ কাদিরের বিরুদ্ধে। প্রকাশ্যে নানা হুমকী দিয়েছে বলেও অভিযোগ উঠেছে। ঘটনাটি ঘটে ফতুল্লা কুতুবআইল কাঠেরপুল এলাকায়। এ ঘটনায় জীবনের নিরাপত্তা চেয়ে গত রোববার রাতে ফতুল্লা মডেল থানায় লিখিত অভিযোগ দিয়েছে ভাতিজা নাজমুল হাসান। এদিকে, আঃ কাদিরের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পুলিশ সুপারের হস্তক্ষেপ কামনা করেছে স্থানীয়রা।
অভিযোগে জানাযায়, নাজমুলের বাবার কাছ থেকে একটি দোকান ও একটি ঘর ভাড়া নিয়ে বসবাস করছিলো আঃ কাদির। এখানে বসেই ভাঙ্গারী ব্যবসার আড়ালে মাদক বিক্রি এবং মাদক সেবন করে থাকেন তিনি। মাদক বিক্রি এবং সেবনের বিষয়টি নাজমুল জানতে পেরে আঃ কাদিরকে এসব অপরাধ বন্ধ করার জন্য বলেন। কিন্তু আঃ কাদির উল্টো নাজমুলকে নানা ভাবে হুমকী দেয়। তিনি নাজমুলকে দেখে নিবে বলে দীর্ঘদিন ধরে হুমকী দিচ্ছিল।
স্থানীয়রা জানায়, আঃ কাদির এলাকার চিহ্নিত মাদক সেবী হিসেবে পরিচিত। তিনি ভাঙ্গারী ব্যবসার আড়ালে মাদক বিক্রিসহ একাধিক চোরাই সিন্ডিকেটের সাথে জড়িত রয়েছে। তার মাদক সেবন এবং বিক্রির ব্যাপারে কেউ প্রতিবাদ জানালেই তাকে দেখে নেয়ার হুমকী দিয়ে থাকে। ইতোমধ্যে কাদিরকে সুস্থ জীবনে ফিরিয়ে আনতে বেশ কয়েকবার মাদক নিরাময় কেন্দ্রে চিকিৎসা প্রদান করা হয়। কিন্তু কাদির মাদক ব্যবসার সাথে জড়িত থাকার কারণে মাদক সেবন থেকে বিরত থাকতে পারেনি। সম্প্রতি তার এসব অপরাধ থেকে বিরত থাকতে আপন ভাতিজা নাজমুল পরামর্শ দিলে নাজমুলকে নানা ভাবে হুমকী দিতে থাকে। এ ঘটনায় রোববার রাতে নাজমুল বাদী হয়ে ফতুল্লা মডেল থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছে।
Leave a Reply