November 30, 2023, 8:06 am
নিজস্ব প্রতিবেদক: করোনা ভাইরাসের সংক্রমণের ঝুঁকির মধ্যে মাস্ক ব্যবহার না করায় ৮ জনের বিরুদ্ধে মামলা করেছে ভ্রাম্যমাণ আদালত।এ সময় জরিমানা করা হয়েছে ১০ হাজার ৫‘শ টাকা।
শনিবার (২০ জুন) দুপুরে শিবু মার্কেট এলাকায় সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাহিদা বারিকের নেতৃত্বে এই অভিযান পরিচালনা করা হয়।
ভ্রাম্যমান আদালত জানায়, নারায়ণগঞ্জ সদর উপজেলার শিবু মার্কেট এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করে ৮ জন বিরুদ্ধে বাংলাদেশ দন্ডবিধি ১৮৬০ এর ২৬৯ ধারায় মামলা করা হয়। এ সময় মোট ১০ হাজার ৫০০ টাকা জরিমানা আদায় করা হয়।
ইউএনও নাহিদা বারিক জানান, ‘মোবাইল কোর্ট পরিচালনাকালে দেখা যায় জনগণের মধ্যে সচেতনতার অভাব রয়েছে। তারা মাস্ক ব্যবহার না করে তাদের পকেটে রাখছে। আইনশৃঙখলা বাহিনী বা আমাদের দেখলে তারা মাস্কটি পকেট থেকে বের করে ব্যবহার করছে। আমি তাদেরকে বললাম আমাদের ভয় না পেয়ে নিজেকে এবং নিজের পরিবারকে বাঁচান। অদৃশ্য শক্তিকে ভয় পেয়ে সচেতনতার মাধ্যমে এই শক্তিকে মোকাবেলা করতে হবে এবং জয় করতে হবে। এই শক্তি থেকে কেবলমাত্র সচেতনতাই পারে সকলকে রক্ষা করতে। নিজে বাঁচুন এবং দেশকে বাঁচান।’
Leave a Reply