বৃহস্পতিবার, ১৭ এপ্রিল ২০২৫, ০৮:৪৭ অপরাহ্ন
নারায়ণগঞ্জের খবর: নদী পথে ট্রলারযোগে সাতক্ষিরা যাওয়ার পথে ৫৭জন ইটভাটা শ্রমিককে আটক করে পূনরায় ইটভাটায় ফেরত পাঠিয়েছে ফতুল্লা মডেল থানা পুলিশ। সোমবার ফতুল্লা বুড়িগঙ্গা নদীর ধর্মগঞ্জ তিননদীর মোহনা থেকে এসব শ্রমিকদের আটক করা হয়। আটককৃতরা পার্শ্ববর্তী সিরাজদি খান থানাধীন বালুচর এলাকায় অবস্থি একাধিক ইটভাটায় কর্মরত ছিলেন।
এব্যাপারে ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্কর্তা আসলাম হোসেন জানান, ইটভাটা শ্রমিকরা ট্রলার যোগে সাতক্ষিরা যাওয়র চেষ্টা করলে আমরা তাদের আটক করে নিজ নিজ ইটভাটায় পাঠিয়ে দেই এবং থাকা এবং খাওয়ার ব্যবস্থা নিশ্চিত করি।
তিনি আরো বলেন, নারায়ণগঞ্জ থেকে কেউ বের হতে এবং প্রবেশ করতে পারবে না। এছাড়া নারায়ণগঞ্জের উপর দিয়ে অন্যকোন এলাকায় যাতায়াত করা নিষিদ্ধ। এ জন্য সড়ক এবং নদী পথে পুলিশকে সজাগ দৃষ্টি রাখতে নিদের্শ দেয়া হয়েছে।
Leave a Reply