বৃহস্পতিবার, ২৭ মার্চ ২০২৫, ০৪:০৫ পূর্বাহ্ন
নারায়ণগঞ্জের খবরঃ গত(২০ মে) সোমবার রাতে ফতুল্লা মডেল থানা পুলিশ দাপা রেলস্টেশন জোড়পুল এলাকায় অভিযান চালিয়ে ১২০ পুরিয়া হেরোইন সহ চার মাদক বিক্রতা কে গ্রেফতার করেছে বলে জানায় পুলিশ। গ্রেফতারকৃতরা হলো হালিম(৩২),আলমগীর (৩০),সগির(৩০) ও সাগর(২৮)।গ্রেফতারকৃতদের বিরুদ্বে ফতুল্লা থানায় মাদক মামলা দায়ের করা হয়েছে বলে জানায় পুলিশ।
জানা যায়,সোমবার রাতে ফতুল্লা থানার এস,আই মিজান ও এ,এস আই তারেক আজিজ গোপন সংবাদের ভিত্তিতে জোড়পুল এলাকায় অভিযান চালিয়ে ১২০ পুরিয়া হোরোইন সহ চার মাদক বিক্রেতা কে গ্রেফতার করে।গ্রেফতারকৃতরা হলো জোড়পুল এলাকার মৃতঃগফুর মিয়ার পুত্র আলমগীর,একই এলাকার এরশাদ মিয়ার পুত্র হালিম,দাপা সরদার বাড়ি বৌ বাজার এলাকার আশরাফুল মিয়ার পুত্র সগির ও ঢাকা কেরানীগঞ্জের শারজাহান মিয়ার পুত্র সাজ্জাদ।
Leave a Reply