নিজস্ব প্রতিবেদকঃ মাদক বিরোধী অভিযান চালিয়ে দুই নারী সহ পাঁচ মাদক বিক্রেতাকে গ্রেফতার করছে ফতুল্লা মডেল থানা পুলিশ।এ সময় গ্রেফতারকৃতদের নিকট থেকে তিন লক্ষাধিক টাকা মূল্যমানের ৩০ গ্রাম হেরোইন উদ্ধার করে পুলিশ।
রবিবার(২০ ডিসেম্বর) ভোর সাড়ে পাচটায় ফতুল্লা থানা সীমান্তের চানমারী মাজার সংলগ্ন দিলিপ চন্দ্রদের হোটেলের সামনে থেকে তাদেরকে গ্রেফতার করা হয়েছে বলে জানায় পুলিশ।
গ্রেফতারকৃতরা হলো ফতুল্লা মডেল থানার চানমারী মডেল কলেজ রোডের হারুন মিয়ার ভাড়াটিয়া আকবর আলী মুদির পুত্র আবুল কাশেম(৩৫),মৃত আবুল হোসেন সরদারের মেয়ে রুপালী আক্তার নুপুর(২৫), কায়েমপুরের সুমনের বাড়ির ভাড়াটিয়া মোঃ মামুন মিয়া, চানমারীর দিদারের বাড়ির ভাড়াটিয়া আকবর আলী মুদির পুত্র বাবু মুদি(৩২)ও তার স্ত্রী মেরী আক্তার(২৬)।
জানা যায়,গোপন সংবাদের ভিত্তিতে রবিবার ভোরে ফতুল্লা মডেল থানার এস,আই ইমানুর সঙ্গীয় ফোর্স সহ চানমারি মাজার সংলগ্ন দিলিপের হোটেলের সামনের রাস্তায় অভিযান চালিয়ে দুই নারী সহ পেশাদার পাঁচ মাদক বিক্রেতা কে গ্রেফতার করে।এ সময় তাদের নিকট থেকে তিন লক্ষাধিক টাকা মূল্যমানের ৩০ গ্রাম(৩০০ পুরিয়া) হেরোইন উদ্ধার করে পুলিশ।গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদক আইনে মামলা রুজু করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
Leave a Reply