রবিবার, ১৬ মার্চ ২০২৫, ০২:৫৪ পূর্বাহ্ন
নারায়ণগঞ্জের খবরঃ ফতুল্লা গরুহাট সংলগ্ন ওয়াক ওয়েতে ইভটিজিংয়ের বাঁধা দেয়ার জের ধরে লালপুর এলাকার চিহ্নিত সন্ত্রাসী ও ছিনতাইকারী তানভির বাহিনী পোস্ট অফিস এলাকায় তান্ডব চালিয়েছে। শুক্রবার রাত ৮টায় এ এটনা ঘটে। এসময় সন্ত্রাসী হামলায় ৬জন আহত হয়েছে। সন্ত্রাসীরা স্থানীয় বসতবাড়িতেও হামলা চালিয়ে ভাংচুর করেছে। এ ঘটনায় আহত আবুল হোসেন বাদী হয়ে ফতুল্লা মডেল থানায় লিখিত ভিযোগ দায়ের করেছে।
স্থানীয়রা জানায়, শুক্রবার সন্ধ্যায় ফতুল্লা গরুহাট সংলগ্ন ওয়াক ওয়েতে ঘরতে আসা এক যুবতীকে উত্ত্যক্ত করে তানভীর ও তার তার সহযোগীরা। এসময় পোস্ট অফিস এলাকার বাসিন্দা সাগর, সজিবরা ওয়াক ওয়েতে এ ঘটনার প্রতিবাদ জানালে এসময় উভয়ের মধ্যে উত্তপ্ত বাক্য বিনিময় হয়। এরপর সাগর,সজিব পোস্ট অফিস চলে আসলে সন্ত্রাসী তানভীর ৩০/৩৫ জনের একটি সশস্ত্র বাহিনী নিয়ে পোষ্ট অফিসে এসে তান্ডব চালায়। এসময় স্থানীয়দেও বাধার মুখে ফিরে গেলেও কিছুক্ষন পর বাহিনীর সংখ্যা বৃদ্ধি করে দ্বিতীয় দফায় হামলা চালায়। এসময় আবুল, সাগর,সজিব,মিন্টু, মন্টুসহ বেশ কিছু পথচারী হামলা শিকার হয়। এসময় সন্ত্রাসীরা স্থানীয় বসত বাড়িতেও হামলা চালিয়ে ভাংচুর করে।
স্থানীয়দের অভিযোগ, ফতুল্লা লালপুর এলাকার চিহ্নিত সন্ত্রাসী তানভীর দীর্ঘদিন ধরে ফতুল্লা,লালপুর, গরুহাট, ডিআইটি মাঠসহ আশপাশের এলাকায় ২০/২৫ জনের একটি সন্ত্রাসী বাহিনী নিয়ে বিভিন্ন ধরনের সন্ত্রাসী কর্মকান্ড করে বেড়াচ্ছে। সন্ধ্যা ঘনিয়ে আসলেই ফতুল্লার আনাচে কানাচে তানভীর বাহিনীর আনাগোনা বেড়ে যায়। রাতভর চলে ছিনতাই, মাদক ব্যবসাসহ নানা ধরনের সন্ত্রাসী কর্মকান্ড।
Leave a Reply