May 30, 2023, 2:38 pm
নারায়ণগঞ্জের খবরঃ মামলার তদন্ত,ওয়ারেন্ট তামিল, মাদক উদ্ধারের সফলতায় শ্রেষ্ঠত্বের পুরস্কার পেয়েছেন ফতুল্লা মডেল থানার তিন কর্মকর্তা ।
মঙ্গলবার সকাল ১০টায় জেলা পুলিশের মাসিক কল্যান সভায় পুলিশ সুপার জায়েদুল আলম পিপিএম(বার)’র কাছ থেকে এই সম্মাননা গ্রহণ করেন।
ফতুল্লা মডেল থানার জেলার শ্রেষ্ঠ উপ-পরিদর্শক (এসআই) হিসাবে পুরস্কার পেয়েছেন ফতুল্লা মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) মোঃ সালেক, সহকারী উপ-পরিদর্শক (এএসআই) আব্দুল গফফার তালুকদার এবং সহকারী উপ-পরিদর্শক (এএসআই) তারেক আজিজ। এসময় তাদের হাতে ক্রেস্ট তুলে দেয়া হয়। এসময় উপস্থিত ছিলেন, অতিরিক্তি পুলিশ সুপার মনিরুল আলম, সুবাস চন্দ্রসহ ৭ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাগন।
Leave a Reply