মঙ্গলবার, ২৪ জুন ২০২৫, ০৬:১৪ পূর্বাহ্ন
স্টাফ রিপোটার:
নারায়ণগঞ্জ সদর উপজেলার বক্তাবলী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হাজী আফাজউদ্দিন ভূইঁয়া(৭২) ইন্তেকাল করেছেন(ইন্না লিল্লাহি ওয়া ইন্ন ইলাইহি রাজিউন)। সোমবার রাত তিনটায় রাজধানীর আজগর আলী হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
মৃত্যুকালে তিনি দুই পুত্র দুই কন্যাসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। মঙ্গলবার বাদ জোহর বক্তাবলী ফেরীঘাট সংলগ্ন মাঠে মরহুমের নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। পরে বক্তাবলী কবরস্থানে দাফন সস্পন্ন হয়।
তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে বক্তাবলী ইউনিয়ন আওয়ামীলীগ। মরহুমের আত্মার মাগফিরাত কামনা সহ শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।
মঙ্গলবার (১৭ আগস্ট) বক্তাবলী ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক কামরুল ইসলামের স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ শোক প্রকাশ করেন।
এদিকে শোক বার্তায় জানান, আফাজ উদ্দিন ভূইয়া আওয়ামীলীগের একজন পরীক্ষিত নেতা ছিলেন। দীর্ঘদিন ধরে সততা সহিত বক্তাবলী ইউনিয়ন আওয়ামীলীগকে সু-সংগঠিত করতে কাজ করে গেছেন। তিনি দীর্ঘ ১৮ বছর বক্তাবলী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতির দায়িত্ব পালন করেছেন। তাহার মৃত্যুতে বক্তাবলী ইউনিয়ন আওয়ামীলীগ একজন ত্যাগী নেতাকে হারিয়েছেন তারা। তাহার অভাব পূরণ করার নয় বলে তারা মনে করেন। আফাজ উদ্দিন ভূইয়ার মৃত্যুতে বক্তাবলী ইউনিয়ন আওয়ামীলীগ গভীর শোক প্রকাশ সহ শোকার্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।
Leave a Reply