June 7, 2023, 5:57 am
নিজস্ব প্রতিবেদক: বন্দরে সোনিয়া আক্তার তামান্না (২০) নামে এক গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে বন্দর থানা পুলিশ। শুক্রবার (১২ জুন) সকালে নারায়ণগঞ্জের বন্দরে আমিরাবাদ বটতলা এলাকা থেকে এই লাশ উদ্ধার করে পুলিশ। পুলিশ জানিয়েছে, ময়নাতদন্তের রিপোর্ট পেলেই বোঝা যাবে এটি হত্যা নাকি আত্মহত্যা।
স্বামীর দাবি, তামান্না ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। তবে নিহতের পরিবার বলছে, যৌতুকের টাকা না পেয়ে নির্যাতন করে হত্যার পর আত্মহত্যা বলে প্রচার করছে স্বামীর বাড়ির লোকজন। তবে স্বামী ফয়সালের দাবি, রাতে পরিবারিক বিষয় নিয়ে তাদের মধ্যে ঝগড়া হয়। এ কারণে সকালে অভিমান করে তামান্না গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে।
নিহত সোনিয়া আক্তার তামান্নার বাবা শহীদুল্লাহ মিয়া জানান, প্রায় আট মাস আগে বন্দরের আবুল হোসেনের ছেলে ফয়সাল প্রেম করে বিয়ে করে সোনিয়া আক্তার তামান্নাকে। তিন মাস আগে মেয়ের অনুরোধে বিয়ে মেনে নেন তিনি। মেনে নেওয়ার কিছু দিনের মধ্যেই স্বামী ফয়সাল ও তার পরিবারের সদস্যরা যৌতুকের টাকা দাবি করে। মেয়ের সুখের জন্য নগদ একলাখ টাকা দেওয়া হয়। সোমবার (৮ জুন) আরও একলাখ টাকা দাবি করে ফয়সাল। কিন্তু কয়েকদিন পরে বাবার বাড়ি থেকে টাকা এনে দেবে জানালে স্বামী ফয়সালসহ পরিবারের লোকজন তামান্নাকে মারধর করে। তামান্না বিষয়টি টেলিফানে পরিবারের সদস্যদের জানায়। শুক্রবার দুপুর ১২টার দিকে মানবাধিকারকর্মী পরিচয় দিয়ে এক ব্যক্তি টেলিফোনে জানায়, তামান্না গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছে। খবর পেয়ে ওই বাড়িতে গিয়ে লাশ উঠানের মধ্যে কাপড় দিয়ে মুড়িয়ে রাখা অবস্থায় দেখতে পান তিনি।
এ ব্যাপারে বন্দর থানার ওসি রফিকুল ইসলাম জানান, সকালে বন্দরের আমিরাবাদ এলাকায় পরিবারিক কলহের জের ধরে তামান্না নামে এক গৃহবধূ আত্মহত্যা করেছে বলে খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করেছে। ময়নাতদন্তের রিপোর্টে আঘাত বা শরীরে ক্ষতচিহৃ পাওয়া গেলে এটি হত্যা মামলা হিসেবে নেওয়া হবে।
Leave a Reply