বৃহস্পতিবার, ২৭ মার্চ ২০২৫, ০৬:৫০ পূর্বাহ্ন
নারায়ণগঞ্জের খবর: হতদরিদ্র মানুষ খাবার না পেয়ে বন্দরে বিক্ষোভ করেছে। এসময় নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ২১নং ওয়ার্ড কাউন্সিলর হান্নান সরকারের অফিস ঘেরাও করে বিক্ষোভকারীরা । ন্যাশনাল আইডি কার্ড নিলেও এখনও কোন খাদ্য সামগ্রী পান নাই বলে ক্ষোভ প্রকাশ করেন ঘেরাওয়ে অংশ নেয়া স্থানীয় কর্মহীন ও অস্বচ্ছল ওয়ার্ডবাসী।
শনিবার দুপুর ১২টায় বন্দরের শাহী মসজিদ এলাকায় অসহায় ও কর্মহীন প্রায় ৩০০ পরিবার খাদ্য সামগ্রীর কোন সহায়তা না পেয়ে নাসিক ২১নং ওয়ার্ড কাউন্সিলর কার্যালয় ঘেরাও। এসময় তারা নানা স্লোগান দেয়।
পরে খবর পেয়ে বন্দর পুলিশ ফাঁড়ীর ইন্সপেক্টর আমিনুল ইসলাম ও এসআই গোপাল ঘটনাস্থলে এসে উপস্থিত বিক্ষুব্দ মানুষকে শান্ত করে নিজ নিজ বাড়িতে অবস্থান করার জন্য অনুরোধ জানান এবং বিষয়টি কাউন্সিলরসহ উধ্বর্তন কর্মকর্তাদের সঙ্গে কথা বলবেন বলে আশ্বস্ত করেন।
এ বিষয়ে ২১নং ওয়ার্ড কাউন্সিলর হান্নান সরকার বলেন, আমি আমার ওয়ার্ডবাসীর কল্যানে সব সময় কাজ করছি। কেউ কেউ দরিদ্র মানুষদের পুঁজি করে রাজনীতি করার চেষ্টা করছে। তাদের ইন্ধন দিয়ে বিক্ষোভ করাচ্ছে যা ঠিক করছে না। সাংসদ সেলিম ওসমান ও সিটি কর্পোরেশনের দেয়া সহায়তাসহ আমার নিজস্ব উদ্যোগে ৫০০ পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেছি। সব জায়গায় একই ভাবে হয়ত দিতে পারি নাই। তবে একটু ধৈর্য ধরলে আশা করি সবার বাড়িতে খাবার পৌছে যাবে ইনশাআল্লাহ।
Leave a Reply