September 23, 2023, 5:35 pm
বন্দর প্রতিনিধিঃ বন্দরে বাস্তব ঘটনা নিয়ে নির্মিত শর্টফিল্ম “ন্যায় বিচারক” এ প্রথম দিনের মহরা অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকেলে শাহীমসজিদস্থ ঐতিহ্যবাহী সাধারণ পাঠাগারে এ মহরত ও কলাকুশলী পরিচিতি সভা অনুষ্ঠিত হয়।
প্রধাণ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাসিক ২১নং ওয়ার্ড কাউন্সিলর হান্নান সরকার ও উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন বীরমুক্তিযোদ্ধা নাজিম মাষ্টার।
শর্টফিল্মের পরিচালক সাব্বির আহমেদ সেন্টুর নির্দেশনায় প্রথম দিনের মহরায় অংশ নেন প্রবীণ চলচিত্র শিল্পী এমএ শামীম,মোহাম্মদ হোসেন নুর,চলচিত্রলীগনেতা দেলোয়ার হোসেন মদীল,অভিনেতা মামুন,আনোয়ার হোসেন সজিব,হারুন-উর-রশিদ,শেখ কামাল,আবু বকর ছিদ্দিক,খালিদ সাইফুল্লাহ,কুমকুম,যন্ত্রশিল্পী জয়,আ’লীগনেত্রী রাশিদা বেগম,শেখ সৌরভ প্রমূখ।
Leave a Reply