September 23, 2023, 4:59 pm
নারায়ণগঞ্জের খবরঃ বন্দরে নাসিক ২৪ নং ওয়ার্ডে ৪৪ নং আমিরাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণীর বিদায় ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৩ নভেম্বর) বন্দর আমিরাবাদ এলাকায় বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথী হিসেবে উপস্থিত ছিলেন কাউন্সিলর জনাব আফজাল হোসেন । এসময় প্রধান অতিথি পরিক্ষার্থীদের প্রতি শুভকামনা ও তাদের সাফল্য কামনা করেন। এছাড়াও শিক্ষা ও বিদ্যালয়ের মান উন্নয়নে তার ভূমিকা রাখার বিষয়টি পূনর্ব্যাক্ত করেন। এসময় অনুষ্ঠানে আগত অতিথীরা শিক্ষার্থীদের উদ্দেশ্যে বিভিন্ন দিক নির্দেশনা মূলক বক্তব্য রাখেন। বিদ্যালয়ের শিক্ষার পরিবেশ নিয়ে আশাবাদ ব্যাক্ত করেন সকলেই। সকল বক্তাই শিক্ষা খাতে মানউন্নয়নে প্রধাণমন্ত্রীর অবদান স্মরণ করেন এবং কৃতজ্ঞতা প্রকাশ করেন ।
শিক্ষানুরাগী ও সমাজসেবক মঞ্জুর মোর্শেদ সুমনের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি জনাব হাজী আইউব হোসেন। এছাড়াও উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব আল-আমিন সাহেব,প্রধান আলোচক জনাব শহীদুল্লাহ্ মাষ্টার,শিক্ষানুরাগী তমিজউদদীন, হাজী আলী হোসেন মুন্সি, হাজী রশিদ,হাজী শাহাজালাল,কাজী জামান,সামসুদ্দিন মিয়া সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ।
Leave a Reply