মঙ্গলবার, ২৫ মার্চ ২০২৫, ০৩:০৮ পূর্বাহ্ন
নারায়ণগঞ্জের খবরঃ বন্দরে শান্তা (২৫) নামের এক গৃহবধূকে হত্যার অভিযোগে আমিরুল ইসলামকে(৩৫) গ্রেফতার করেছে বন্দর থানা পুলিশ। পুলিশ বলছে, স্ত্রীকে হত্যার পর শরীরে লবণ মাখিয়ে কম্বল মুড়িয়ে দেন। এরপর হাসপাতালে নিয়ে আসেন চিকিৎসা করাতে। এ অভিযোগে তাকে আটক করে পুলিশ। মঙ্গলবার (২৯ ডিসেম্বর) বিকেলে উপজেলার বন্দর রাজবাড়ী এলাকায় এ ঘটনা ঘটে।
গ্রেফতারকৃত আমিরুল ইসলাম বন্দর রাজবাড়ির এলাকার সুলতান মিয়ার ভাড়াটিয়া রফিকুল ইসলোমের ছেলে। বর্তমানে বন্দর গার্লস স্কুল অ্যান্ড কলেজের গণিত শিক্ষক হিসেবে কর্মরত আছেন। নিহত শান্তা সোনারগাঁও উপজেলার বারদী এলাকার কলিমুল্লার মেয়ে।
ঘটনাস্থলে গিয়েছিলেন বন্দর থানার উপপরিদর্শক (এসআই) সবুর। তিনি জানান, লোক মারফত খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে গৃহবধূর লাশ উদ্ধার করা হয়। জিজ্ঞাসাবাদ করার জন্য নিহতের স্বামীকে আটক করা হয়েছে। নিহতের শরীরের বিভিন্ন স্থানে ছোট ছোট আঘাতের দাগ পাওয়া গেছে।
বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফখরুদ্দীন ভূঁইয়া জানান, বন্দর গার্লস স্কুলের শিক্ষক মো. আমিনুল ইসলাম তার স্ত্রীকে হত্যা করে শরীরে লবণ মাখিয়ে কম্বল পেঁচিয়ে ভাড়া বাসায় রেখে দেন। মঙ্গলবার দুপুরে নিজেই লাশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে নিয়ে যান। এ সময় কর্তব্যরত চিকিৎসক লাশের মাথায় মাথায় আঘাত দেখতে পান এবং ২-৩ দিন আগে মৃত্যু হয়েছে বলে জানান।
হাসপাতাল কর্তৃপক্ষ লাশ জরুরি বিভাগে রেখে স্বামীকে আটক করে থানায় খবর দেয়। সংবাদ পেয়ে ঘটনাস্থলে আসে পুলিশ। পরে সুরতহাল রিপোর্ট তৈরি করে লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়। স্বামী আমিনুল ইসলামকে জিজ্ঞাসাবাদ অব্যাহত রয়েছে বলেও জানান ওসি ফখরুদ্দীন ভূঁইয়া ।
Leave a Reply