নারায়ণগঞ্জের খবরঃ
নগরীর বরফকলে অবস্থিত বিআইডব্লিউটিএ বিআইডব্লিউটিএ‘র গুদাম ঘরের পাশে স্টক ইয়ার্ডে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটছে। শনিবার (৩ ফেব্রুয়ারি) দুপুরে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৭ টি ইউনিট ৫ ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন।
স্থানীয়দের ও বিআইডব্লিউটিএ কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে, বিআইডব্লিউটিএ‘র গুদাম ঘরের পাশে স্টক ইয়ার্ডে ২০১৮ সালের অগ্নিকান্ডের ওয়েস্টেজ মাল রাখা ছিল। সেখান থেকেই হঠাৎ আগুন লেগে যায়।
ঘটনাস্থলে থাকা ঢাকা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সহকারী পরিচালক আনোয়ারুল হক জানান, রাবারের ড্রেজিং পাইপ থেকে আগুন লেগেছে। দুপুর সোয়া ১ টার দিকে অগ্নিকান্ডটি ঘটে বলে আমরা সংবাদ পেয়ে ফায়ার সার্ভিসের ৭টি ইউনিট কাজ করছে। এ দুর্ঘটনায় কোন হতাহতের ঘটনা ঘটেনি। আগুনের সূত্রপাত সম্পর্কে কিছু বলা যাচ্ছে না।
প্রসঙ্গত, ২০১৮ সালের ২৩ নভেম্বর একই জায়গায় আগ্নিকান্ড ঘটে। ওই সময়ে আগুনের ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে আসেন তৎকালীন নৌপরিবহন মন্ত্রী শাজাহান খান।
Leave a Reply