September 26, 2023, 5:16 am
নিজস্ব প্রতিবেদকঃ বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকীতে নারায়ণগঞ্জ রণক্ষেত্রে পরিণত হয়েছে। পুলিশের সাথে সংঘর্ষে জড়িয়ে পরেছে বিএনপির নেতাকর্মীরা।
বিএনপির ৪৪তম প্রতিষ্ঠা বাষির্কী উপলক্ষে দলের নেতাকর্মীরা র্যালী বের করলে পুলিশের সাথে সংঘর্ষে জড়িয়ে পরে।
এ ঘটনায় সাংবাদিকসহ বেশ কিছু নেতাকর্মী আহত হয়েছে। দুই পক্ষের সংঘর্ষ চলাকালে গুলিবিদ্ধ হয়ে শাওন নামে এক ছাত্রদল কর্মী নিহত হয়েছে।
জেলা বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক মনিরুল ইসলাম রবি জানান, আমাদের প্রতিষ্ঠাবার্ষিকীর শান্তিপূর্ণ র্যালিতে বিনা উস্কানিতে পুলিশ বাধা দিয়েছে ও গুলি চালিয়েছে। অথচ আমরা অনুমতি নিয়েই কর্মসূচি করছিলাম।
জেলা পুলিশ সুপার গোলাম মোস্তফা রাসেল গণমাধ্যমকে বলেন, পূর্বানুমতি ছাড়া বিএনপি নেতা-কর্মীরা সড়ক অবরোধ করেন। পুলিশ তাঁদের সরাতে চাইলে তাঁরা পুলিশকে লক্ষ্য করে বৃষ্টির মতো ইটপাটকেল নিক্ষেপ করেন। পরে জানমাল রক্ষার্থে পুলিশ কাঁদানে গ্যাসের শেল ও শর্টগানের গুলি ছোড়ে।
Leave a Reply