বুধবার, ১৮ জুন ২০২৫, ০৩:২২ অপরাহ্ন
নারায়ণগঞ্জের খবর: নারায়ণগঞ্জের অনেক গার্মেন্টস কারখানায় এখনও শ্রমিকের বেতন মার্চ মাসের বেতন পরিশোধ করা হয়নি। এছাড়া অনেক কারখানায় শ্রমিকদের বেতন দিয়ে ছাঁটাই করা হয়েছে। এসবের প্রতিবাদে রবিবার দুপুরে নগরীতে লকডাউন ভেঙে বিক্ষোভ করেছেন শ্রমিকরা।
শ্রমিকদের দাবি, ফতুল্লা কায়েমপুর এলাকায় অবস্থিত ফকির নিট গার্মেন্টস কারখানায় শিক্ষানবিশ তিন শতাধিক শ্রমিককে বেতন দেওয়ার পর তাদের ছাঁটাই করে দেওয়া হয়। এর প্রতিবাদে শ্রমিকরা নগরীর চাষাড়া এলাকায় বিক্ষোভ করেন।
সোনারগাঁয়ের টিপরদী এলাকায় অবস্থিত চৈতি গার্মেন্টস কারখানায় কর্মরতরা তিন মাসের বেতন বকেয়া রয়েছে বলে অভিযোগ করেন শ্রমিকরা। বেতন না পাওয়ায় অনেক শ্রমিক মানবেতর জীবনযাপন করছেন বলে অভিযোগ করেন তারা। এদিকে সিদ্ধিরগঞ্জের মুনলাক্স অ্যাপারেলস এবং আরএজেড গার্মেন্টস কারখানায় শ্রমিকরা বেতন দাবিতে জড়ো হন।
এদিকে গার্মেন্টস কর্তৃপক্ষ বলছে, ব্যাংক থেকে টাকা তুলতে পারেনি তাই রবিবার শ্রমিকদের বেতন পরিশোধ করা যায়নি। কর্তৃপক্ষ শ্রমিকদের আশ্বাস দিয়েছে ১৫ এপ্রিলের মধ্যে শ্রমিকদের বেতন পরিশোধ করা হবে। এই আশ্বাসের পরিপ্রেক্ষিতে শ্রমিকরা বাসায় চলে যান।
এ ব্যাপারে বিকেএমইএ’র সভাপতি একেএম সেলিম ওসমান বলেন, ‘বিকেএমইএ সদস্যভুক্ত প্রায় ৮৫ শতাংশ গার্মেন্টস কারখানার শ্রমিকদের বেতন দেওয়া সম্পন্ন হয়েছে। বাকি ১৫ ভাগ মালিককে ১৬ এপ্রিলের মধ্যে শ্রমিকদের বেতন দেওয়ার জন্য নির্দেশ দেওয়া হয়েছে। আশা করছি, এই সময়ের মধ্যে শ্রমিকরা তাদের প্রাপ্য বেতন পেয়ে যাবেন।’ তিনি শ্রমিকদের রাস্তায় নেমে বিক্ষোভ না করে বাসায় অবস্থান নেওয়ার অনুরোধ করেন।
Leave a Reply