September 27, 2023, 7:47 am
নিজস্ব প্রতিবেদকঃ ‘মনুষ্যত্বের জাগরণ’ সামাজিক সংগঠনের পক্ষ থেকে অসহায় শীতার্ত মানুষের মাঝে শীত বস্ত্র বিতরণ করা হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ রিজাউল হক দিপু।
মঙ্গলবার (১৭ই জানুয়ারী) বিকেলে ফতুল্লার শিবু মার্কেট পিঠালিপুল এলাকায় এ শীত বস্ত্র বিতরণ করা হয়।
কর্মসূচীতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফতুল্লা থানা আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য আতাউর রহমান নান্নু।
শীতবস্ত্র বিতরণের পূর্বে প্রধান অতিথি ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ রেজাউল হক দিপু সংক্ষিপ্ত বক্তব্যে এমন একটি মানবিক উদ্যোগ নেয়ায় ‘মনুষ্যত্বের জাগরণ’ সামাজিক সংগঠনের ভূয়সী প্রশংসা করেন এবং ভবিষ্যতে যেকোন সামাজিক কাজে তাদের পাশে থাকার প্রত্যয় ব্যাক্ত করেন। পাশাপাশি স্থানীয় এলাকায় যারা মাদকের সাথে জড়িত তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহন করা হবে বলে তাদের হুশিয়ার করেন।
এসময় মাদক নির্মূলে অচিরেই মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে র্যাপিড এ্যাকশনে যাওয়া হবে বলে জানান তিনি।
বঙ্গবন্ধু আইন ছাত্র পরিষদের সাধারন সম্পাদক এড. ইমরান আহমেদ ইমন ও মোঃ ফারুক প্রধানের সর্বাত্মক সহযোগীতায় অনুষ্ঠিত কর্মসূচীতে অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন বিশিষ্ট শিক্ষানুরাগী ও সমাজসেবক মোঃ মাকছুদুল আলম, বিশিষ্ট সমাজসেবক মোঃ শহীদুল আলম খোকন চিশতী, যুবলীগ নেতা মনোয়ার হোসেন, জেলা ছাত্রলীগের সাবেক সহ সভাপতি আরিফ হোসেন, নারায়ণগঞ্জ আইন কলেজের সাবেক এজিএস মোঃ মহিউদ্দিন।
আরো উপস্থিত ছিলেন ছাত্রলীগ নেতা ফয়সাল মিজি, রাসেল প্রধান, এ এম হাসান, সজিব, নাহিদ, রন, হানিফ, শামীম, ওয়াসিম, সাবেক জেলা ছাত্রলীগ নেতা মীর সৃজন, আলামিন খাঁন, আজিম খাঁন, আল-আমিন, এসএম সানি, ফতুল্লা থানা ছাত্রলীগ নেতা ক্লিনটন, আকাশ, শুভ, পাভেল, ফতুল্লা ইউনিয়ন ছাত্রলীগ নেতা মাহিন, আরাফাত, নীরব, কুতুবপু ইউনিয়ন ছাত্রলীগ নেতা শিমুল, রাতুল, পরশ সহ আরও অনেকে।।
Leave a Reply