রবিবার, ১৬ মার্চ ২০২৫, ০৩:১৩ পূর্বাহ্ন
নারায়ণগঞ্জের খবরঃ ফতুল্লায় সাড়ে ৭ হাজার পিস ইয়াবা উদ্ধারের মামলায় মোরশেদ আলম ওরফে মোরশেদুল হক গেঞ্জু (৩২) নামে এক মাদক ব্যবসায়ীর ১৪ বছরের কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত।
বুধবার (১০ জুলাই) নারায়ণগঞ্জ জেলা যুগ্ম দায়রা জজ আদালতের বিচারক শেখ রাজিয়া সুলতানা এ আদেশ দেন। আদালতে আসামির উপস্থিতিতে এই রায় প্রদান করা হয়। সাজাপ্রাপ্ত মোরশেদ কক্সবাজার জেলার রামু থানার মন্ডলপাড়া এলাকার মৃত সিরাজুল হকের ছেলে।
আদালতের অতিরিক্ত পিপি জাসমিন আহমেদ বলেন, আসামি মোরশেদের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ায় আদালত তার ১৪ বছরের জেল এবং ৫ হাজার টাকা জরিমান অনাদায়ে আরও ৬ মাসের কারাদণ্ডের আদেশ দিয়েছেন।
মামলার এজাহার সূত্রে জানা যায়, ২০১৮ সালের ৩১ মার্চ ফতুল্লা সাইনবোর্ড এলাকায় পুলিশ চেকপোস্টে সাড়ে ৭ হাজার পিস ইয়াবাসহ মোরশেদকে আটক করে পুলিশ। এ সময় মোরশেদ কক্সবাজার থেকে বিভিন্ন এলাকায় মাদক চোরাচালানের কথা স্বীকার করেন।
Leave a Reply