নিজস্ব প্রতিবেদক
পাঁচ’শ পুড়িয়া হেরোইন সহ তেরো মামলার আসামী ফতুল্লার শির্ষস্থানীয় মাদক ব্যবসায়ী মোহর আলী ওরফ ডাকাত মোহর(৩২) কে গ্রেফতার করেছে ফতুল্লা মডেল থানা পুলিশ।
মঙ্গলবার রাত দুইটায় ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আসলাম হোসেনের নেতৃত্বে থানার চানমারী এলাকায় অভিযান চালিয়ে পেশাদার ডাকাত,মাদক ব্যবসায়ী মোহর কে গ্রেফতার করে বলে জানা যায়। গ্রেফতারকৃত মোহর আলী ওরফে ডাকাত মোহর ফতুল্লা থানার চানমারী এলাকার মোঃ আলীর পুত্র বলে জানা যায়।
থানা পুলিশ সূত্র জানায়,গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার দিবাগত রাত দুইটায় ফতুলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আসলাম হোসেনের নেতৃত্বে এ,এস,আই বারেক সঙ্গীয় ফোর্স সহ থানার চানমারী এলাকায় অভিযান চালিয়ে শির্ষ স্থানীয় মাদক ব্যবসায়ী মোহর আলী ওরফে ডাকাত মোহর কে পাঁচ’শ পুরিয়া হেরোইন সহ গ্রেফতার করে।গ্রেফতারকৃত মোহরের বিরুদ্বে ফতুল্লা মডেল থানায় তেরোটি মামলা রয়েছে বলে জানায় পুলিশ।
একই দিনে পৃথক অপর একটি অভিযানে ফতুল্লা মডেল থানার এ,এস,আই তাজুল থানার আলীগঞ্জ এলাকায় অভিযান চালিয়ে শির্ষ স্থানীয় মাদক ব্যবসায়ী ওয়ারেন্ট ভুক্ত পলাতক আসামী হেরোইন ব্যবসায়ী মোঃ খোকন ওরফে খোকা (৩২) কে গ্রেফতার করেছে বলে জানায় পুলিশ।গ্রেফতারকৃত মোঃ খোকন ওরফে খোাকার বিরুদ্বে আটটি মামলা রয়েছে বলে জানায় পুলিশ।গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী খোকা আলীগঞ্জ পূর্ব পাড়ার আবুল কালামের পুত্র বলে জানা যায়।
Leave a Reply